নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর মেয়ে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন’২৫ এ বিজয়-২৪ হলের ♦️এজিএস♦️ নির্বাচিত হলেন। ❤️অভিনন্দন ও শুভেচ্ছা❤️
নরসিংদীর রায়পুরার মেয়ে শাম্মাী আক্তার সুরভী। সম্প্রতি হয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৫এ ” বিজয়-২৪ হল” এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে এজিএস নির্বাচিত হলেন। উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামের শাম্মী ২০১৮ সালে হাসনাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এবং নরসিংদী সরকারি কলেজ থেকে ২০২০ সালে এইএসসি পাশ করেন। তার বাবার নাম জনাব খন্দকার মুজিবর রহমান, অবঃ প্রধান শিক্ষক, সপ্রাবি। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সেশনের দর্শন বিভাগের একজন ছাত্রী।