ডেক্স রিপোর্ট :রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পালিয়ে গেছেন পুলিশের এক উপ মহাপরিদর্শক (ডিআইজি) নামের এই কর্মকর্তা। গত বুধবার সকাল থেকে নিখোঁজ তিনি।পরদিন ডাক যোগে তিনি একটি ছুটির আবেদন পাঠান। তবে কর্তৃপক্ষ তা গ্রহণ করেননি। বিসিএস ২০ তম ব্যাচের কর্মকর্তা এহসানুল্লাহ পুলিশ একাডেমির ‘এডমিন এন্ড লজিসটিক’ দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে একই সূত্র জানিয়েছে। একাডেমির পুলিশ সুপার এডমিন এন্ড লজিস্ট্রিক সাইফুল ইসলাম এ ব্যাপারে বলেন, গত বুধবার সকাল থেকে তিনি কর্মস্হলে অনুপস্থিত। পরদিন তিনি ডাকযোগে ছুটির আবেদন পাঠালেও সেটি গৃহীত হয়নি। তবে ওই কর্মকর্তা কেন পালিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ সুপার। পুলিশের একটি সূত্র অবশ্য জানিয়েছে বুধবারই তাকে আটকের জন্য ঢাকা থেকে একটি দল এসেছিল বিষয়টি জানতে পেরে মোটরসাইকেল নিয়ে তিনি একাডেমি থেকে পালিয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক( এ আই জি)এ,এইচ,এম শাহাদাত হোসাইন বলেন, আমিও শুনেছি তিনি দুদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়টি আমার জানা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নিজস্ব তদন্ত সংস্থা আছে তারা তাদের মত করে কাজ করে থাকেন।
তথ্য সূত্র:পুলিশ হেড কোয়ার্টার্স মিডিয়া সেল।
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচারিত সংবাদ মাধ্যম।
দৈনিক আমার দেশ।