শিরোনাম :
আওয়ামীলীগের রাজনীতিতে নতুন চমক, ফিরে আসবে বীর দর্পে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবসের বাস্তবতা বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত আমার বাবা কর্নেল তাহের——স্মৃতিচারণে জয়া তাহের চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগে গুলি বর্ষণের নেপথ্যে এক আন্ডার ওয়ার্ল্ড ডন ভোলার মানুষের ভালবাসায় সিক্ত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর চট্টগ্রামে গণসংযোগ কালে বিএনপি প্রার্থী গুলি বিদ্ধ। সহযোগীকে নির্মমভাবে হত্যা। এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি। Israt jahans unspeakable achievements জরাজীর্ণ ভবনে প্রাণভয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা বিএনপির মনোনয়ন নিয়ে সারাদেশে উত্থাল পরিস্থিতি। নির্বাচনে কে দেবেন নেতৃত্ব? আর কে হচ্ছেন প্রধানমন্ত্রী?
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

সংগীত জগতের বরেণ্য কণ্ঠ শিল্পী শাম্মী আকতার

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বিনোদন ডেক্স:
তাঁর পুরো নাম শামীমা আকতার যিনি শাম্মী আকতার নামেই সবিশেষ পরিচিত সংস্কৃতির ভুবনে। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী। ২০১০ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে গানের জন্য শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। জন্ম ১৯৫৫ সালের ২২ সেপ্টেম্বর যশোরের তালতলা গ্রামের মাতুলালয়ে। বেড়ে উঠেছেন খুলনায়।

পিতা শামসুল করিম সরকারি চাকরি করতেন। তাঁর বদলির কারণে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সঙ্গীতের তালিম নেওয়ার সুযোগ পান শাম্মী। ১৯৭৭ সালের ২২ ফেব্রুয়ারি আকরামুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ছয় বছর বয়সে তাঁর সঙ্গীত জীবনের শুরু হয়। গানের জগতে হাতেখড়ি হয় বরিশালের ওস্তাদ গৌরবাবুর কাছে। রাজবাড়ী ও খুলনায় সঙ্গীত শিক্ষা নেন বাবু বামনদাস গুহ রায়, রণজিৎ দেবনাথ, সাধন সরকার, নাসির হায়দার ও প্রাণবন্ধু সাহার কাছে।

১৯৭০ সালে তিনি খুলনা বেতারে তালিকাভুক্ত হন। সেখানে আধুনিক গানের পাশাপাশি নজরুলসঙ্গীত পরিবেশন করতেন। ১৯৭৫ সালে ঢাকায় এসে গান গাওয়ার আমন্ত্রণ পান। নিয়মিত গাইতে শুরু করেন বেতার ও টেলিভিশনে ১৯৭৬ সাল থেকে।

প্রখ্যাত সঙ্গীত পরিচালক সত্য সাহা তাঁকে ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ দেন। এই ছবিতে গান গাওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম প্লেব্যাকেই দারুণ জনপ্রিয় হয় তাঁর গাওয়া গান ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’।

তিনি প্রায় ৪০০টি ছবিতে প্লেব্যাক করেছেন। তাঁর গাওয়া গানের দুটি ক্যাসেট প্রকাশিত হয়েছে। তিনি প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে স্তন ক্যান্সারে ভুগছিলেন। ১৬ জানুয়ারি ২০১৮ সালে এই গানের পাখি চিরতরে চলে যান না ফেরার দেশে। শ্রদ্ধাঞ্জলি।

তথ্যসূত্র: এলমে তাসাউফ কালচারাল পেজ এর কপি পেস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category