নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ায় আজ হুইলচেয়ারে শুয়ে আছেন এক পুলিশ কর্মকর্তা — অতিরিক্ত পুলিশ সুপার( নরসিংদী সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম । বেচারাতো কোন অন্যায় করেনি।অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিল।সংঘবদ্ধ
চাঁদাবাজ চক্রের দুই জনকে ঘটনা স্হলে প্রমাণ সহ
হাতে নাতে ধরে ফেলায় অন্যান্য সহযোগীরা ওই পুলিশ
কর্মকর্তা কে বেদড়ক পিটিয়ে মাটিতে ফেলে উপর্যুপরি লাথি, কিল,ঘুষি মারতে মারতে ধৃত দুই জনকে ছিনিয়ে
নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি আজ হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। এই ঘটনা শুধু একজন অফিসারের নয়, পুরো রাষ্ট্রযন্ত্রের বিবেকের প্রশ্ন তুলে দেয়। আমরা সাংবাদিক সমাজ তাহলে এই চিহ্নিত গোষ্ঠী অস্ত্রধারী,চাঁদাবাজ, সন্ত্রাসীদের
কাছে কতটুকু নিরাপদ সেটা বিবেচনার ভার বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ ভাইদের ওপরই ছেড়ে দিলাম।
এখানে প্রশ্ন উঠে—এই ঘটনার সুষ্ঠু বিচার আদৌ হবে তো? যারা মাঠে নেমে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের পাশে রাষ্ট্র দাঁড়াবে তো? যদি এমন একজন অফিসার, যিনি আইনের শাসন প্রতিষ্ঠায় আপসহীন, চাঁদাবাজদের হামলার শিকার হন, তাহলে ভবিষ্যতে আর কোন পুলিশ অফিসার সত্যের পক্ষে দাঁড়াতে সাহস করবে?
আমরা যারা মাঠ পর্যায়ে অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই, যারা অন্যায়ের প্রতিবাদ করি—আমাদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত? এই প্রশ্ন এখন প্রতিটি বিবেকবান নাগরিকের।