শিরোনাম :
আওয়ামীলীগের রাজনীতিতে নতুন চমক, ফিরে আসবে বীর দর্পে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবসের বাস্তবতা বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত আমার বাবা কর্নেল তাহের——স্মৃতিচারণে জয়া তাহের চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগে গুলি বর্ষণের নেপথ্যে এক আন্ডার ওয়ার্ল্ড ডন ভোলার মানুষের ভালবাসায় সিক্ত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর চট্টগ্রামে গণসংযোগ কালে বিএনপি প্রার্থী গুলি বিদ্ধ। সহযোগীকে নির্মমভাবে হত্যা। এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি। Israt jahans unspeakable achievements জরাজীর্ণ ভবনে প্রাণভয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা বিএনপির মনোনয়ন নিয়ে সারাদেশে উত্থাল পরিস্থিতি। নির্বাচনে কে দেবেন নেতৃত্ব? আর কে হচ্ছেন প্রধানমন্ত্রী?
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

নরসিংদীতে চাঁদাবাজদের দৌরাত্ম চরমে।নরসিংদীতে চাঁদাবাজি প্রতিহত করতে গিয়ে নরসিংদির মানবিক পুলিশ কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল) শামীম আনোয়ার গুরুতর আহত

Reporter Name / ৪৮ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

মাহবুবুর রহমানখান: জনগণের জান মালের সার্বিক
নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার অতন্দ্র প্রহরী পুলিশ
বাহিনী। পুলিশ বাহিনী ছাড়া একটা দেশ ও জাতি
কতটুকু অচল বিগত দিনে আমরা হাড়ে হাড়ে অনুভব
করেছি। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে পুলিশ বাহিনীর কিছু আত্ম অভিমান,নিরবতার সুযোগ নিয়ে মাথা চাড়া দিয়ে ওঠে
একটি চিহ্নিত গোষ্ঠী। খুন,অপহরণ, ধর্ষণ,মাদক ব্যবসা
চুরি,ডাকাতি,ছিনতাই,রাহাজানি,চাঁদাবাজি – টেণ্ডার
বাজি যাদের হয়ে ওঠে নেশা এবং পেশা। দেশের এই
ক্রান্তিলগ্নে অরাজকতা বিশৃঙ্খলা দমনে, পুলিশ বাহিনী
যখন ঘুরে দাড়ায় আইনশৃংখলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ভার নিজেদের হাতে তুলে নেয় ঠিক তখনই সকল
অপরাধীচক্র একজোট হয়ে পূর্বের মত পুলিশ বাহিনী কে নিস্ক্রিয় করে নিজেদের রাম রাজত্ব চালু করতে ওঠে পড়ে লাগে।
এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ ভার কার হাতে থাকবে?
চাঁদাবাজ,সন্ত্রাসী,খুনি,মাদক – সিন্ডিকেটের হাতে?
নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের হাতে?
একটি ন্যাক্কার জনক লোমহর্ষক ঘটনা:
আজ ৪ অক্টোবর, শনিবার নরসিংদীতে চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আনোয়ার হোসেন শামীম। জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে আজ সকাল সাড়ে ১০ টার দিকে বীরপুর এলাকায় একটি মরদেহের উদ্ধার কাজ শেষে আনোয়ার হোসেন শামীম তার পুলিশ সদস্যরা আরশিনগর মোড়ে পৌঁছে দেখেন কয়েকজন ব্যক্তি ব্যাটারি ও সিএনজি চালিত অটো রিক্সা থেকে চাঁদা তুলছে।অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী
এই জনবান্ধব পুলিশ কর্মকর্তা এ সময় সাহসিকতার সঙ্গে দুইজনকে হাতেনাতে ধরে ফেলেন। এই ঘটনার পর মুহূর্তের মধ্যে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ দু:স্কৃতিকারী
চক্র পুলিশের ওপর চড়াও হয়।তারা লাঠি সোটা দিয়ে এডিশনাল এসপি,শামীম সাহেব কে পিটিয়ে ধৃত দুইজন
সহযোগী কে তারা ছিনিয়ে নেয়।অন্য পুলিশ সদস্য গণ
তাকে উদ্ধার করতে গেলে তাদের কে ও আঘাত করা
হয়। অন্য সদস্যরা সাধারণ আঘাত প্রাপ্ত হলেও এই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে অবস্হা শোচনীয় হওয়ায় জরুরি এম্বুলেন্স যোগে তাকে
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়। এখন স্বভাবতই প্রশ্ন আসে পুলিশ তখন আগ্নেয়াস্ত্র
ব্যবহার করেনি কেন?এ ব্যাপারে একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হলে তিনি জানান, বড় স্যার (এসপি শামীম)
গাড়ী থেকে নেমে দুই চাঁদাবাজ কে হাতে নাতে প্রমাণ
সহ ধরার পর সাথে সাথে ৪০/৫০ জন এসে স্যার কে
পিটিয়ে কিল ঘুষি মেরে দ্রুত দুই জন কে নিয়ে পালিয়ে যায়।
তাদের সাঁড়াশি আক্রমনের মুখে অন্যরা গাড়ি থেকে
নামতেই পারেনি। পুলিশ তখন তাদের গুলি করেনি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান,গাড়ি থেকে তো
নামার সুযোগই পায়নি। বন্দুক থাকলে ও জনাকীর্ণ স্হানে গুলি করা সম্ভব ছিল না। জনস্বার্থেই হয়তো তারা বিষয়টি এড়িয়ে গেছেন।এই সহনশীল নীতির কারণে নরসিংদী তে পুলিশ আজ প্রশংসায় ভাসছে। ঘটনায় প্রত্যক্ষ দর্শী অনেকেই জানিয়েছেন, পুলিশ আজ প্রতিবাদী ভূমিকা পালন করেছে।পুলিশের প্রতি
চান্দাবাজরা যে অমানবিক আচরণ করেছে তা এখন
হাড়ে হাড়ে টের পাবে। এ ব্যাপারে নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদা গুলশান কবিরের সঙ্গে কথা হলে তিনি জনতার দেশকে জানান শামীম আনোয়ারের ঘাড়ু পায়ে আঘাত জনিত কারণে রক্ত জমাট বেঁধে গিয়েছে। তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। এ প্রসঙ্গে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী শামীম আনোয়ার গণমাধ্যম কর্মীদের জানান, আমি দেখি, কয়েকজন চলন্ত গাড়ি থেকে চাঁদা তুলছে করতেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে মুহূর্তের মধ্যে ৪০-৫০ জন মিলে আমার উপর হামলা চালায়।
আমি মাটিতে পড়ে গেলে তারা আমার উপর লাথি কিল ঘুষি মারতে থাকে। তিনি আরো জানান, আরশি নগরের পাশে সিএনজি স্টেশনের ইজারাদারের লোকজনই আমার উপর হামলা চালিয়েছে দুইজন কে ছিনিয়ে নিয়ে গেছে।
আরো একাধিক সূত্র থেকে জানা গেছে সিএনজি থেকে চাঁদা তোলার সময় দুজনকে হাতেনাতে ধরার পর জিজ্ঞাসাবাদের সময় শ্রমিক নেতারা তার উপর হামলা চালায়। মাস চারেক আগে ওই এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন শামীম আনোয়ার। সম্ভবত সেই ক্ষোভ থেকেই এই হামলা। ঘটনার সত্যতা জানতে,জেলা পুলিশ সুপার
মেনহাজুল আলম মহোদয় এর সাথে তার মুঠোফোনে কথা হলে, তিনি দৈনিক জনতার দেশ কে জানান,এডিশনাল এসপি,শামীম আনোয়ার ( সদর সার্কেল) আরশীনগরে অটোরিকশা – সিএনজি থেকে
চাঁদা তোলার সময় দুই জন চাঁদাবাজ কে প্রমাণ সহ
হাতে নাতে আটক করার পর মুহুর্তের মধ্যে তাদের সহযোগী ৪০/৫০ জন লাঠি সোটা নিয়ে তাকে পিটিয়ে
আহত করে দুই জন চাঁদাবাজ কে নিয়ে যায়। পুলিশের
উপর যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে এবং যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভাবে জড়িত
তাদের কাউকে ছাড় দেয়া হবেনা। তাদের দ্রুত গ্রেফতার
আইনের হাতে সোপর্দ করা হবে। তিনি প্রকৃত ঘটনা
জন সমক্ষে উপস্থাপন করার জন্য সকল মিডিয়া কর্মিদের বিনীত আহ্বান জানিয়েছেন।
এসপি,শামীম আনোয়ার সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে
তিনি একজন আপাদমস্তক সৎ এবং দায়িত্ববান পুলিশ
অফিসার। সকল অপরাধ নির্মূলে তার জিরো টলারেন্স নীতি জেলা ব্যাপী প্রশংসিত।নরসিংদী তে যোগদানের
পর থেকে অসংখ্য অবৈধ অস্ত্র, মাদক চোরাকারবারি, সন্ত্রাসী,চাঁদাবাজ সহ ফেরারী আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।এক সময় তিনি নিজেই তার ভেরিফায়েড
পেজ বুক পেজে একটি পোস্ট দিয়ে আগাম বানী দিয়েছিলেন যে,আমি যেভাবে নরসিংদীতে চাঁদাবাজ – সন্ত্রাস,অস্ত্র,মাদক,চোরা চালান দমনে ওপেন কাজ করছি,যে কোন সময় তাদের পক্ষ থেকে আমি হামলার
শিকার হতে পারি।বাস্তবে ও হয়েছে তাই। আজ তার এই সাহসিকতায় বর্তমান পুলিশ সুপার মেনহাজুল আলম ও ধন্য, গৌরবান্বিত। এ কারণেই যে,শামীম আনোয়ারের
মতো একজন সৎ,নীতিবান সাহসী পুলিশ অফিসার তাঁর সহকর্মী। জনতার দেশ পরিবার শামীম আনোয়ার এর দ্রুত সুস্থ্যতা কামনা করছে।

বি:দ্র: প্রতিবেদক, সম্পাদক- প্রকাশক
দৈনিক জনতার দেশ ও জনতার দেশ টিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category