শিরোনাম :
কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ লেন সড়কের দাবীতে মানববন্ধন। নরসিংদির বাবুর হাটে ব্যবসায়ী অরুন দেবনাথ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন নরসিংদী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নরসিংদী ডায়বেটিক হাসপাতাল সমিতির নির্বাচন ২০২৫ নির্বাচনে বিজয়ী হলেন যারা। _________________________ গৌরিপুরে ( ময়মনসিংহ) ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরিপুরে মাদক সহ শ্বশুর- জামাই গ্রেফতার জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায় ম্যাজিস্ট্রেট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ নরসিংদী ডিসি অফিসের কর্মচারীগণ সমন্বয়ক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি, কে এই রফিকুল ইসলাম রিফাত ওরফে ট্যারা রিফাত? তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ফেঁসে যেতে পারেন আড়াইহাজার থানার ওসি মো: এনায়েত হোসেন
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

৪০ বছর ধরে পবিত্র আল-কুরআন বাঁধাইয়ের কাজ করেন মো: শাহআলম

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

মোঃ আশিকুর রহমান সবুজ
স্টাফ রিপোর্টার ভোলা।

ভোলার চরফ্যাশনে বাড়ি বাড়ি গিয়ে মুসলিমদের পবিত্র ধর্ম গ্রন্থ কোরআন শরিফ বাদাইয়ের কাজ করে সংসার চালান ষাটোর্ধ বয়সী মো.শাহে আলম। দীর্ঘ ৪০ বছর যাবত এই পেশার সাথে যুক্ত আছেন বলে জানান তিনি।

সে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর যমুনা গ্রামের আলী মুন্সি বাড়ীর মৃত সৈয়দ মুন্সির ছোট ছেলে। তিনি জানান, শেষ নবী জনাব, হযরত মোহাম্মদ( সা:) এর উপর আল্লাহ তায়ালা এই আসমানী কিতাব নাজুল করেছেন। মুসলমান সম্প্রদায় এই কিতাব পাঠ করে থাকেন। এতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব।

আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন বিধায় আমি এই কোরআন শরিফ বাদাই করতে পারছি এটি একটি আল্লাহর বড় নেয়ামত।
এ কাজে আল্লাহ আমাকে বরকত ও রহমত দান করেন।

এ কাজের সরঞ্জাম হিসেবে তিনি বরমা,কাছি, সুই, সুতা, ঘাম,কাপড়,ছাপার কাগজ ইত্যাদি ব্যবহার করে থাকে।এই সরঞ্জামগুলো একত্রে ৩০০ টাকায় ক্রয় করেছেন বলে জানান তিনি। প্রতিটি কোরআন বাদাই করতে ১০০ টাকা করে নেন, আকার বেধে কম বেশি হতে পারে বাদাইয়ের মূল্য।

বাড়ি বাড়ি গিয়ে কোরআন শরিফ বাদাইয়ের কাজ করেন তিনি। এতে তার দৈনিক ৩০০-৪০০ টাকার মতো আয় হয়। এই আয় দিয়ে চলে শাহে আলমের ৫ সদস্যের সংসার।

(২৬ মার্চ) বূধবার বাদাইয়ের কাজ করার জন্য উপজেলার জিন্নাগড় ইউনিয়নের এক বাড়িতে তার দেখে মেলে। সেখানে দেখা যায় তার কাছে সেই গ্রামের লোকজন মুসলিম দের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফ বাদাই করতে আসেন। তার কাছে কোরআন শরিফ বাদাই করতে আসা গৃহবূধ মুক্তা জানান, চাচা অনেক যত্নসহকারে এ কাজ (কোরআন শরিফ) বাদাই করে থাকেন।এতে করে অনেক সময় লাগে।

শাহে আলম জানান, সকাল ১০ টায় বাড়িতে বের হয়ে এখন পর্যন্ত ৭ টি কোরআন শরিফ বাদাইয়ের কাজ করেছেন। তবে কোনো দিন কম আবার কোনদিন বেশি বাদাইয়ের কাজ পাওয়া যায়।কোরআন শরিফ বাদাইয়ে আয় দিয়ে তার সংসারের ব্যয়বার বহন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category