কেন্দুয়া থেকে রাখাল বিশ্বাস :
নেত্রকোনার কেন্দুয়ায় তৌফিকুর রহমান (তামিম) নামে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তামিম কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিথুলীয়া গ্রামের হাফেজ ফয়জুর রহমানের ছেলে। তারা পরিবার নিয়ে কেন্দুয়া পৌরসভাধীন শান্তিবাগ নিজ বাসায় থাকেন। ওই বাসাতেই বুধবার (২৯অক্টোবর) দুপুর ১টার দিকে সকলের অগোচরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তৌফিকুর রহমান তামিম। পরে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে,কিছুদিন ধরে তামিম পড়াশোনায় অমনোযোগী ছিল। পড়ার কথা বলায় পরিবারের প্রতি অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে সূত্র জানায়।