জনতার দেশ রিপোর্ট : ৯ অক্টোবর ২০২৫ জাতীয় নাগরিক পার্টির( এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, এন সি পি শাপলা প্রতীক পাবে। এ ব্যাপারে আমরা আশাবাদী। শাপলা প্রতীক দেয়ার ক্ষেত্রে কোন আইনি প্রতিবন্ধকতা নেই। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার( সিইসি) এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার( সিইসি) এর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ncপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এছাড়া ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার হামিদ আহমেদ ও বৈঠকে অংশ নেন। ইজি সচিব বলেন প্রতীকের যে তালিকা রয়েছে সেইখানে শাপলা প্রতীক নেই। এখন এনসিপিকে প্রতীক নির্ধারণের ক্ষেত্রে আমাদের কাছে একটা বিকল্প প্রস্তাব পাঠাতে হবে। প্রস্তাব পাঠানোর পর প্রতীক বরাদ্দের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এ প্রসঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন সিইসিকে বলে দিয়েছি যদি দিতে হয় সেটা সাপ্লাই দিতে হবে তারা এনসিপির নিবন্ধন হবে না এবং এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন মানবে না। এক পর্যায়ে তিনি গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, নির্বাচন কমিশনের কাছে এখন সর্বশেষ একটা পথই খোলা আছে, দেশের জাতীয় প্রতীক থেকে ধানের শীষ, তারা, সোনালী আঁশ বাদ দিতে হবে নতুবা এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন কোন পথ বেছে নেবেন সেটা তারাই নির্ধারণ করবেন। বর্তমানে দলীয় প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশন এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে দ্বন্ধ চরমে।তথ্যসূত্র: বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ায় প্রকাশিত সংবাদ।