গুম হত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা—-সাংবাদিক ইলিয়াস হোসাইন
Reporter Name
/ ৩৩
Time View
Update :
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
Share
জেনারেল ওয়াকারুজ্জামান যদি দেশের পক্ষে থাকে, তাহলে কি ২৪-এর হ*ত্যাকাণ্ডের জন্য সরাসরি হাসিনাকে দায়ী করেছেন? তিনি কি সরাসরি হাসিনার বিচার চেয়েছেন? পিলখানার হ*ত্যাকাণ্ডের জন্য কি হাসিনাকেই দায়ী করেছেন? শাপলাচত্বরের হ*ত্যার জন্য কি হাসিনাকে দায়ী করেছেন? ভারতের কাছে কি ওয়াকার সেনাবাহিনীর পক্ষ থেকে বার্তা পাঠিয়েছে, হাসিনাকে ফিরিয়ে দেয়ার জন্য?
অতএব, তার কাছে দেশের স্বার্থ থেকে ভারত এবং হাসিনার স্বার্থ উপরে?
অভ্যুত্থানের পর কিছু নামধারী সাংবাদিক ওয়াকারের প্রশংসা পঞ্চমুখ হয়ে গেছে; বিএনপির সহযোগিতায় ওয়াকার সাহসী হয়ে উঠেছে। যারা গণঅভ্যুত্থানের পর ওয়াকারকে সমর্থন করেছে তারাও এর জন্য দায়ী; অতএব কাউকে ছাড় দেয়া হবে না।
তথ্যসূত্র: ইলিয়াস হোসাইন এর ভেরিফাইড পেজ থেকে কপি -পেস্ট।