ডেক্স রিপোর্ট :
আয়নাঘরের কুখ্যাত তত্ত্বাবধায়ক সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত মেজর জেনারেল কবির আহমেদ মানবতাবিরোধী আন্তর্জাতিক ট্রাইবুন্যালের গ্রেফতার এড়াতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন।
কুখ্যাত এই জেনারেল এর আগে Counter Terrorism and Intelligence Bureau (CTIB), পরিচালক ছিলেন।
গুম অনুসন্ধান কমিটির কাছে তথ্য আছে যে, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো (CTIB)-এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ দেশ ত্যাগের চেষ্টা করছেন।
তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (ICT-1) এ দায়ের করা দুটি মামলার অন্যতম আসামি, যেখানে জোরপূর্বক গুম, গোপন আটক ও নির্যাতনের অভিযোগ রয়েছে।
গুম অনুসন্ধান কমিশন নিশ্চিত হয়েছেন যে, অপসারিত পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যখন দিল্লিতে পালিয়ে যান, তখন মেজর জেনারেল কবির আহমেদ একই বিমানে ছিলেন।
পরে তিনি ঢাকায় ফিরে আসেন। তার সর্বশেষ অবস্থান জানা গেছে রাজারবাগ এলাকার কাছাকাছি। তিনি সাধারণত যে মোবাইল নম্বরটি ব্যবহার করতেন — ০১৭১৩০৯XXXX — সেটি বর্তমানে বন্ধ রয়েছে।
তার জাতীয় পরিচয়পত্র (NID)-এ নিবন্ধিত আরেকটি নম্বর — ০১৭৬৯-০০৪XXXX — বর্তমানে তার স্ত্রীর ব্যবহৃত, যিনি এখন ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করছেন।
গুম অনুসন্ধান কমিশনের প্রতিবেদন অনুযায়ী,
“…DGFI-তে CTIB পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ব্রিগেডিয়ার আজমির JIC-এ উপস্থিতি বিষয়ে DGFI-এর দুই মহাপরিচালক—লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম ও লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামসের সঙ্গে সরাসরি আলোচনা করেছিলেন।”
সূত্রঃ ডেল্টাগ্রাম