শিরোনাম :
কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ লেন সড়কের দাবীতে মানববন্ধন। নরসিংদির বাবুর হাটে ব্যবসায়ী অরুন দেবনাথ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন নরসিংদী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নরসিংদী ডায়বেটিক হাসপাতাল সমিতির নির্বাচন ২০২৫ নির্বাচনে বিজয়ী হলেন যারা। _________________________ গৌরিপুরে ( ময়মনসিংহ) ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরিপুরে মাদক সহ শ্বশুর- জামাই গ্রেফতার জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায় ম্যাজিস্ট্রেট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ নরসিংদী ডিসি অফিসের কর্মচারীগণ সমন্বয়ক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি, কে এই রফিকুল ইসলাম রিফাত ওরফে ট্যারা রিফাত? তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ফেঁসে যেতে পারেন আড়াইহাজার থানার ওসি মো: এনায়েত হোসেন
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১১৭ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

শাহ আলী তৌফিক রিপন

কেন্দুয়া,নেত্রকোনা।

২৭ অক্টোবর, রবিবার কেন্দুয়া উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. সৈয়দ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফা-ই-জামান সেলিম, সহ-সভাপতি, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।

 

আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, এবং সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান রিপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব মজনু রহমান খন্দকার।

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও তরুণ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী, যারা তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

 

প্রধান বক্তা জনাব মজনু রহমান খন্দকার বলেন, “আমরা বিগত আওয়ামী সরকারের দুঃশাসনে সীমাহীন অত্যাচার এবং মিথ্যা মামলায় জেল-জুলুমের শিকার হয়েছি। এই পরিস্থিতিতে দলের ভেতরে বিভাজন তৈরি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগের অসীম কুমার উকিলের মতো নেতাদের মিথ্যা মামলায় হয়রানি না করে, গণমানুষের মন জয় করার মাধ্যমে রাজনীতিতে এগিয়ে আসতে হবে।”

 

তিনি জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর উদ্দেশে বলেন, “আপনি এবং অনেকেই কেন্দুয়া-আটপাড়া আসনের মনোনয়ন প্রত্যাশী। দলের নির্যাতিত নেতাকর্মীদের সাথে একত্রিত হয়ে দলকে শক্তিশালী করতে হবে।”

 

নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান মাজু ভূঞা তাঁর বক্তব্যে বলেন, “বিএনপিকে একটি ক্লিন ইমেজের দল হিসেবে এগিয়ে নিতে হবে। কোনো বিএনপি নেতা যদি চাঁদাবাজি বা দুর্নীতিতে জড়ায়, তাকে কঠোরভাবে দমন করা হবে।” তাঁর বক্তব্য সকল নেতা-কর্মীরা হাততালি দিয়ে গ্রহণ করেন।

 

সভায় বক্তারা আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দুয়া হাইস্কুল মাঠে বড় ধরনের জনসমাবেশ করার পরিকল্পনার কথা জানান, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় দ্বিগুণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category