শাহ আলী তৌফিক রিপন
কেন্দুয়া,নেত্রকোনা।
২৭ অক্টোবর, রবিবার কেন্দুয়া উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. সৈয়দ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফা-ই-জামান সেলিম, সহ-সভাপতি, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।
আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, এবং সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান রিপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব মজনু রহমান খন্দকার।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও তরুণ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী, যারা তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
প্রধান বক্তা জনাব মজনু রহমান খন্দকার বলেন, "আমরা বিগত আওয়ামী সরকারের দুঃশাসনে সীমাহীন অত্যাচার এবং মিথ্যা মামলায় জেল-জুলুমের শিকার হয়েছি। এই পরিস্থিতিতে দলের ভেতরে বিভাজন তৈরি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে।" তিনি আরও বলেন, "আওয়ামী লীগের অসীম কুমার উকিলের মতো নেতাদের মিথ্যা মামলায় হয়রানি না করে, গণমানুষের মন জয় করার মাধ্যমে রাজনীতিতে এগিয়ে আসতে হবে।"
তিনি জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর উদ্দেশে বলেন, "আপনি এবং অনেকেই কেন্দুয়া-আটপাড়া আসনের মনোনয়ন প্রত্যাশী। দলের নির্যাতিত নেতাকর্মীদের সাথে একত্রিত হয়ে দলকে শক্তিশালী করতে হবে।"
নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান মাজু ভূঞা তাঁর বক্তব্যে বলেন, "বিএনপিকে একটি ক্লিন ইমেজের দল হিসেবে এগিয়ে নিতে হবে। কোনো বিএনপি নেতা যদি চাঁদাবাজি বা দুর্নীতিতে জড়ায়, তাকে কঠোরভাবে দমন করা হবে।" তাঁর বক্তব্য সকল নেতা-কর্মীরা হাততালি দিয়ে গ্রহণ করেন।
সভায় বক্তারা আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দুয়া হাইস্কুল মাঠে বড় ধরনের জনসমাবেশ করার পরিকল্পনার কথা জানান, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় দ্বিগুণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.