মাহবুবুর রহমান খান: রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ, শ্লোগান কে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় আজ ৩ অক্টোবর,২০২৫ অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। দেশ বিদেশের ৭০০ প্রতিযোগীদের নিয়ে আজ শুক্রবার ভোর পাঁচটায় রায়পুরা উপজেলা চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ম্যারাথন টি রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।আন্তর্জাতিক অঙ্গনে রায়পুরাকে ব্রাণ্ডিং করতেই এই আয়োজন বলে আয়োজক
কমিটির শীর্ষ ব্যক্তি সবুজ শিকদার জনতার দেশকে জানিয়েছেন।এই প্রতিয়োগিতায় স্পন্সর হিসেবে
দায়িত্বে ছিলেন ওয়াটসন গ্রুপের স্বত্তাধিকারী ইঞ্জিনিয়ার আশরাফ আশরাফ উদ্দিন বকুল।মোট ৪ টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম ইভেন্ট: ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন প্রতিযোগী ১৮০ জন। দ্বিতীয় ইভেন্ট: ২১ কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগী ১৮৫ জন। তৃতীয় ইভেন্ট:১০ কিলোমিটার প্রতিযোগী ৩৫০ নারী-পুরুষ। চতুর্থ ইভেন্ট: ৫০০ মিটার প্রতিযোগী ৩০ জন শিশু।
এই প্রতিযোগিতা সমন্বয়কের দায়িত্বে ছিলেন ওয়াটসন গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা,রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ। প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন রানার্স কমিটির পরিচালক সবুজ শিকদার।
২ শতাধিক স্বেচ্ছাসেবক সহ পুলিশ প্রশাসন,আনসার
ভিডিপি ও অন্যান্য প্রশাসনের আরো ২ শতাধিক সদস্য মিলিয়ে প্রায় ৪ শতাধিক সদস্য এই ম্যারাথনে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছেন।
স্হানে মেডিকেল টিম,স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এই স্বেচ্ছাসেবী ভূমিকার আওতাধীন ছিল।পরিশেষে আজ বেলা ১১ টায় রায়পুরা উপজেলা চত্বরে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, মেডেল, সম্মাননা স্মারক সহ সনদ বিতরণ করা হয়েছে।