রায়পুরা প্রতিনিধি( দৈনিক জনতার দেশ):গত ১১ অক্টোবর ২০২৫ রাষ্ট্র কাঠামো মেরামতের নিমিত্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রায়পুরা উপজেলা বিএনপি’র উদ্যোগে এক কর্মী সভার আয়োজন করা হয়। এই কর্মীসভায় নেতৃবৃন্দ ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে কোন গুরুত্বপূর্ণ আলোচনা না করে দলীয় সাংগঠনিক নীতিমালা লংঘন করে নিজ নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একে অপরের বিরুদ্ধে উস্কানি মূলক বক্তব্য প্রদান করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন বলে তৃণমূলের নেতারা জেলা বিএনপি’র সভাপতি ডাকসুর সাবেক জিএস খায়রুল কবীর খোকন এবং সাধারণ সম্পাদক মনজুর এলাহির কাছে অভিযোগ জানিয়েছেন। উপস্থিত নেতৃবৃন্দ মূল আলোচনায় না গিয়ে রাজনৈতিক সংঘাতে জড়িয়ে পড়েছেন বলে রায়পুরা উপজেলা বিএনপি’র দলীয় সূত্রে জানা গেছে। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী, ফাইজুর রহমান চেয়ারম্যান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক এম,এন জামান, জেলা বিএনপির অন্যতম নেতা রুহুল আমিন ভূইয়া রুহেল,জাহাঙ্গীর আলম বাদল ও কেন্দ্রীয় যুবদল নেতা ইকবাল হোসেন শ্যামল। মূল আলোচনায় না গিয়ে এই ৭ জন নেতা ঐক্যবদ্ধ হয়ে জনসভায় বলেছেন আগামী জাতীয় নির্বাচনে বিএনপি থেকে যদি মনোনয়ন দেয়া হয় তাহলে তাদের মধ্য থেকে যেকোনো একজনকে মনোনয়ন দিতে হবে। রায়পুরা থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে তারা ঐক্যবদ্ধ হয়ে এই মনোনয়ন ঠেকাতে
যা যা করণীয় তারা সব করবেন বলে প্রকাশ্যে বলেছেন। বক্তব্যের একপর্যায়ে আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী বলেন, দলীয় হাই কমান্ড যদি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে বিএনপি থেকে মনোনয়ন দেয় তাহলে যে কোন মূল্যে এই মনোনয়ন ছিনতাই করে নেয়া হবে।তিনি আরো বলেছেন টাকার বিনিময়ে যদি তাকে মনোনয়ন দেয়া হয় তাহলে রায়পুরাতে আরেকটি রাজনৈতিক বিপ্লব ঘটবে। জামাল চৌধুরীর এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।তারা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ এড়াতে রায়পুরা উপজেলা বিএনপির সকল কার্যক্রম এর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। জামাল চৌধুরীর এই বক্তব্যের জন্য দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী তাকে ( জামাল চৌধুরী) শোকজ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।রায়পুরা বিএনপির আগামী নেতৃত্ব নিয়ে নতুন হিসাব- নিকাশ শুরু হয়েছে। একদিকে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল অন্য দিকে উল্লেখিত ৭ নেতা।এখন কে পাবেন দলীয় মনোনয়ন এ নিয়ে রায়পুরাতে গুঞ্জন তুঙ্গে।