ক্রাইম রিপোর্টার(দৈনিক জনতার দেশ) :নরসিংদির রায়পুরা থেকে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ১৭ মামলার পলাতক আসামী তৈয়বকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।১৮ ইং আগষ্ট সোমবার সকালে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ এক প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন,রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ওরফে মিলিটারি সিরাজ এর ছেলে তৈয়বুর রহমান ওরফে তৈয়ব (২৫)। তার অপর সহযোগীরা হচ্ছে,খলাপাড়া গ্রামের রুসমত আলীর ছেলে সেলিম মিয়া (২৪) ও করিমগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে শিপন মিয়া (২০)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৭০ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ গানপাউডার উদ্ধার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি আবুল কায়েস আকন্দের নেতৃত্বে উপপরিদর্শক জামিরুল ইসলাম, মোবারক হোসেন,ওবায়দুল্লাহ ও সহকারী উপপরিদর্শক দীপক কুমার সাহা সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস আভিযানিক দল নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন এর বালুয়াকান্দি গ্রামের খাদিজা বেগম নামে এক মহিলার পরিত্যক্ত দোচালা একটি ঘরের ভিতর অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ১৭ মামলার পলাতক আসামী তৈয়ব ও তার দুই সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হন । এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হাতবোমা তৈরির গানপাউডার উদ্ধার করা হয়। ডিবির ওসি আবুল কায়েস আকন্দ,গ্রেফতারকৃত তৈয়বুর রহমান ওরফে তৈয়ব সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের জানান,সে পুলিশের তালিকাভুক্ত একজন Most Wanted Criminal
দৈনিক জনতার দেশ এই ভয়ংকর অপরাধী সম্পর্কে
বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ
করে জানতে পারে, তার বিরুদ্ধে খুন,অপহরণ, চাঁদাবাজি, বিভিন্ন স্হানে
গুলাগুলি বোমা বিস্ফোরণ ডিশ ও মাদক
ব্যবসার নিয়ন্ত্রণ নিতে এখন
পর্যন্ত ১৭ টি নিয়মিত মামলা
চলমান রয়েছে।এর মধ্যে ৪ টি
হত্যা,বাকি ১৩ টি অস্ত্র, মাদক, চাঁদাবাজি সহ হামলা
ভাংচুর বোমাবাজি/ ককটেল
বিস্ফোরণের মামলা। এই
তৈয়ব মাস দুয়েক আগে
এলাকায় ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ
নিতে তারই অন্তরঙ্গ বন্ধু একই
এলাকার রিজবি (৩৬) নামে
একজন তরুণকে নরসিংদী শহরের ব্রাহ্মন্দি এলাকায় তার
ক্যাডার বাহিনী নিয়ে শত শত
মানুষের সামনে গুলি করে কুপিয়ে খুন করে। এই মামলার
১নং আসামি গ্যাং লিডার তৈয়ব।জেলা পুলিশ প্রশাসন
সূত্রে জানা গেছে,নরসিংদির আইন শৃঙ্খলা পরিস্হিতি উন্নয়নে পুলিশ প্রশাসন আগের
তুলনায় আরো Active এবং
দায়িত্বশীল।জানা গেছে,এসপি( পুলিশ সুপার)আবদুলহান্নান এর নেতৃত্বে পুলিশের একটি
প্রশিক্ষিত চৌকস বাহিনী সমাজ
ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী পুলিশের তালিকাভুক্ত সকল অপরাধী ধরতে এখন সরাসরি মাঠে নেমে কাজ করছে।
পুলিশ সুপার আব্দুল হান্নান এর এই প্রশাসনিক উদ্যোগ
কে স্বাগত জানিয়েছেন নরসিংদী জেলা বাসী।এই
Successful Operation
এর জন্য এসপি,হান্নান কে
জনতার দেশ পরিবারের পক্ষ
থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক – প্রকাশক মো:
মাহবুবুর রহমান খান।