ডেক্স রিপোর্ট (দৈনিক জনতার দেশ): আজ শনিবার বেলা ২ঃ৩০ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কারগো ভিলেজে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।চারদিকে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ার কুন্ডলীতে সমগ্র আকাশ ছেয়ে যায়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট এই অগ্নিকাণ্ড নির্বাপনে যখন হিমশিম খাচ্ছিল তখন তাদের সাথে যোগ দেয় সিভিল এভিয়েশন ও বিমানবাহিনীর আরো ১৪ ফায়ার সার্ভিস ইউনিট। তাৎক্ষণিক সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ( বেবিচক)। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট োগুলোকে সিলেট ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেয়া হয়। নিরাপত্তা জনিত কারণে ঢাকা গামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানোর কথাও জানিয়ে দেয় কর্তৃপক্ষ। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়া কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ও বিমানবন্দরে আটকা পড়ে। কার্গো জোনের ৫ নং গেট থেকে ৮ নং গেট কালো ধূঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিমানবন্দরে কর্মরত এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, আগুন লাগার পরপরই দুর্ঘটনা এড়াতে হ্যাঙ্গারে থাকা কয়েকটি বিমান দূরে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখেছেন তিনি।সন্ধ্যার পর দুর্ঘটনা স্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, আগুন যেখানে লেগেছে এর পুরোটাই আমদানি কার্গো। রপ্তানি কার্গো পুরোপুরি নিরাপদ রয়েছে।কোথা থেকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার রহস্য এখনো জানা যায়নি।পুরোপুরি আগুন না নেভা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রাজনৈতিক উত্তাল পরিস্থিতির মধ্যে হঠাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছেন। এটাকে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছেন অনেকেই।এই ঘটনার সূত্র ধরে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা জন্মাবে বলে মনে করছেন তারা।আজকের এই দুর্ঘটনায় বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া বিমান যাত্রীগণ অবর্ণনীয় দুর্ভোগের কবলে পড়েন। তাদের পরবর্তী ফ্লাইট কখন চালু হবে এই অপেক্ষায় বিমানবন্দরে আটকে আছেন শত শত যাত্রী। ভিআইপি যাত্রীগণ তাদের Flight Cancell করলেও সাধারণ যাত্রীরা এখনো পরবর্তী ফ্লাইটের আশায় বিমানবন্দরে অপেক্ষার প্রহর গুনছেন।একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে,আজ রাত তিনটা থেকে আন্তর্জাতিক ফ্লাইট গুলো নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।