স্টাফ রিপোর্টার :জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে (জুলাই সনদ স্বাক্ষর) সই করেছে। গত শুক্রবার দুপুরে রাজধানীর ইস্কাটনে এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বিভিন্ন দল সনদে সই করলেও আইনি ভিত্তি দেওয়ার দাবিতে তা থেকে বিরত থেকেছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি। হাসিনার পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলেন গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো কমিশন হয়েছে, কিন্তু এই কমিশন নিয়ে কোন আলোচনা নেই। মানুষের জীবনের সঙ্গে যেসব জনসেবামূলক প্রতিষ্ঠান জড়িত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জড়িত তা নিয়ে কোন আলোচনা নেই। নির্বাচনকেন্দ্রিক ছয়টি সংস্কার কমিশন নিয়ে ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে সেখানেও গণতন্ত্রের জন্য সবার ভালো উদ্দেশ্য দেখতে পাননি বলে অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন জাতীয় শ্রমিক শক্তি আজ আত্মপ্রকাশ করেছে। রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। অন্যদিকে এই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক মত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করেছে। আমরা জানি রাজপথের শক্তি জয়ী হয়। ইনশাল্লাহ জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে। জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে। এখনো শ্রমিকরা ন্যায্য অধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, গার্মেন্টসে, বস্তিতে আগুন লাগছে কল-কারখানায় আগুন লাগছে। শ্রমিক মারা গেলে দুই তিন লাখ টাকায় জীবনের দাম নির্ধারণ করা হয় জীবনের কোন মূল্য হয় না। কেবল অর্থনীতি শোষণের কেন্দ্র ভাবলে চলবে না। যে লুটপাট হয়েছে, যে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে সেখান থেকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে হবে। শেখ হাসিনার আমলে যেসব রাঘব বোয়াল ছিল, মাফিয়া ডন ছিল তাদের কে বিচারের আওতায় হয়নি এমন অভিযোগ করে নাহিদ ইসলাম তিনি বলেন তাদের ব্যবসা এখনো রক্ষা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাতের সুরক্ষা দেওয়া হচ্ছে। সেই মাফিয়া দের যারা শ্রমিকদের এত কাল ধরে শোষণ করেছে এ ব্যবস্থার পরিবর্তন চাই। অনুষ্ঠানে নতুন সংগঠনের নেতাদের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। তিনি জানান জাতীয় শ্রমিক শক্তির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাজহারুল ইসলাম ফকির শ্রমিক নেতা রিয়াজ মোরশেদ মুখ্য সাংগঠনিক শ্রমিক নেতা আরমান হোসেন। জাতীয় শ্রমিক শক্তির উদ্বোধন অনুষ্ঠানে নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) রাজনৈতিক অঙ্গ সংগঠন হিসেবে গত ২৩ মার্চ যাত্রা শুরু করে এনসিপির শ্রমিক উইং।