মনিরুল ইসলাম আকন্দ (সোহেল)ঃ
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনা কেন্দুয়া উপজেলার সান্দিকোনা উদ্দীপন কোচিং সেন্টারে জামাতে ইসলামির দলীয় প্রোগ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যপারে স্থানীয় একজনের সাথে কথা হলে তিনি জানান, জামাতের প্রোগ্রাম চলছিল হঠাৎ করেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করে। হামলায় জামাতের সান্দিকোনা ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম সহ বেশ কয়েকজন আহত হয়। পরে তাদেরকে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।