ডেক্স রিপোর্ট ( দৈনিক জনতার দেশ)
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলার বিভিন্ন থানায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ৩ জনকে এবং উদ্ধারজনিত ও নিয়মিত মামলায় ২৮ জনসহ সর্বমোট ৩১ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া মাদক উদ্ধার অভিযানে বেলাব থানা পুলিশ কর্তৃক বারৈচা বাসস্ট্যান্ড এলাকা হতে ২ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহমান (২৭), পিতা-ইসব, সাং-পূর্ব চরউমেদ, থানা- লালমোহন, জেলা-ভোলাকে গ্রেফতার করেন। রায়পুরা থানা পুলিশ কর্তৃক থানাধীন মাহমুদাবাদ এলাকা হতে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাহুল আলম সাং-সররাবাইত, থানা-বেলাব, জেলা-নরসিংদীকে গ্রেফতার করেন। নরসিংদির নবাগত পুলিশ সুপার আব্দুল
হান্নান এর নেতৃত্বে পুলিশ বাহিনী প্রতিটি অভিযানে কৃতিত্বের সাক্ষর রাখছে বলে জানা গেছে।