ডেক্স রিপোর্ট ( দৈনিক জনতার দেশ)
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলার বিভিন্ন থানায় 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করে ৩ জনকে এবং উদ্ধারজনিত ও নিয়মিত মামলায় ২৮ জনসহ সর্বমোট ৩১ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া মাদক উদ্ধার অভিযানে বেলাব থানা পুলিশ কর্তৃক বারৈচা বাসস্ট্যান্ড এলাকা হতে ২ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহমান (২৭), পিতা-ইসব, সাং-পূর্ব চরউমেদ, থানা- লালমোহন, জেলা-ভোলাকে গ্রেফতার করেন। রায়পুরা থানা পুলিশ কর্তৃক থানাধীন মাহমুদাবাদ এলাকা হতে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাহুল আলম সাং-সররাবাইত, থানা-বেলাব, জেলা-নরসিংদীকে গ্রেফতার করেন। নরসিংদির নবাগত পুলিশ সুপার আব্দুল
হান্নান এর নেতৃত্বে পুলিশ বাহিনী প্রতিটি অভিযানে কৃতিত্বের সাক্ষর রাখছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.