শিরোনাম :
নিম্নচাপের প্রভাবে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, বৃষ্টি ও শীতে জনজীবনে চরম ভোগান্তি কলাপাড়ায় মুচলেকায় ক্ষমা পেলেন তিন এস,এস,সি পরীক্ষার্থী।। রায়পুরা পূর্বাঞ্চল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বগুড়া ৬ আসনের সাবেক এমপি রাগেবুল আহসান রিপু গ্রেফতার কমলনগরে মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ, নিরাপত্তাহীনতায় পরিবার। কেন্দুয়ায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন কেন্দুয়া প্রেসক্লাবে মোঃ দেলোয়ার হোসেন ভূঞার শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্ধ করে দেয়া হয়েছে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম এর মিলন মেলা বিজয় টু এর রেজিস্ট্রেশন উদ্বোধন। দারুল ইহসান ট্রাষ্ট, কলাপাড়ার বার্ষিক সাধারণ সভা ও সুধী সমাবেশ সম্পন্ন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

কেন্দুয়ায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

 

শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি:

 

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ২০২৪ সালের “জাতীয় প্রবাসী দিবস” ও “আন্তর্জাতিক অভিবাসী দিবস” উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি র‍্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওমর কাইয়ুম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আল আমিন সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম এবং কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান।

 

সভাপতির বক্তব্যে মাহমুদুল হাসান প্রবাসী ও অভিবাসীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “প্রবাসীরা কঠোর পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে যে অবদান রাখছেন, তা অপরিসীম। যখনই দেশ সংকটে পড়ে, প্রবাসীরা সবার আগে এগিয়ে আসেন। তাই আমাদের উচিত তাদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের সমস্যাগুলোর সমাধানে গুরুত্ব দেওয়া।”

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার গোলাম জিলানী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মির্জা মোহাম্মদ সোহাগ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

 

অনুষ্ঠানটি প্রবাসী ও অভিবাসীদের সম্মানে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে, যেখানে তাদের অবদানের পাশাপাশি বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category