শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি:
'প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ২০২৪ সালের "জাতীয় প্রবাসী দিবস" ও "আন্তর্জাতিক অভিবাসী দিবস" উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি র্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওমর কাইয়ুম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আল আমিন সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম এবং কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান।
সভাপতির বক্তব্যে মাহমুদুল হাসান প্রবাসী ও অভিবাসীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “প্রবাসীরা কঠোর পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে যে অবদান রাখছেন, তা অপরিসীম। যখনই দেশ সংকটে পড়ে, প্রবাসীরা সবার আগে এগিয়ে আসেন। তাই আমাদের উচিত তাদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের সমস্যাগুলোর সমাধানে গুরুত্ব দেওয়া।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার গোলাম জিলানী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মির্জা মোহাম্মদ সোহাগ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানটি প্রবাসী ও অভিবাসীদের সম্মানে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে, যেখানে তাদের অবদানের পাশাপাশি বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.