_________________________
মোঃ আজিজুল হক
স্টাফ রিপোর্টার দৈনিক জনতার দেশ।
আজ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ভিপি ইলিয়াছ আলী ভূইয়া, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম রিমন, নরসিংদী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুর কবীর, এসএম কিবরিয়া সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী ফাইল, কলম, পেনসিল, স্কেল উপহার ও মিলাদের মিষ্টি দেওয়া হয়।