কে হতে যাচ্ছেন সভাপতি?নরসিংদীতে সমবায় সমিতির
নির্বাচন-২০২৪ কে ঘিরে আনন্দের বন্যা।
স্টাফ রিপোর্টার ( দৈনিক জনতার দেশ): আগামী ২১ নভেম্বর ২০২৪ নরসিংদীর সর্ববৃহৎ সংগঠন রায়পুরা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এরনির্বাচন। এই নির্বান কেকেন্দ্র করে সমগ্র নরসিংদী ব্যাপী গুঞ্জন ওঠেছে কে হতেযাচ্ছেন এই সর্ববৃহৎ সংগঠনটিরসভাপতি? রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে এবারপদ পরিবর্তনেও নতুন হাওয়া বইতে শুরু করেছে।জানা গেছেশত বিঘা নিজস্ব সম্পদ আরআর নরসিংদী শহরে রায়পুরাসমবায় সমিতি লি: এর বিশালমার্কেটের তত্ত্বাবধানে কে হবেনপ্রধান কান্ডারী এ নিয়ে আলোচনা সারা শহর ময়।২৯অক্টোবর দুপুর ১২ টা পর্যন্ত সমিতির প্রধান কার্যালয় পরিদর্শন করে এবং দায়িত্ব প্রাপ্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথাবলে জানা গেছে,এখন পর্যন্ত সভাপতি পদে ২ জন,সাধারণ সম্পাদক পদে ১ জন পরিচালকপদে ৩ জন জন আবেদন পত্র জমা দিয়েছেন।সমিতির সাবেকভাইস চেয়ারম্যান আমিনুল হকলিটন ( লিটন চেযারম্যান) এরসংগে সমিতির কার্যালয়ে নির্বাচন কে ঘিরে কথা প্রসংগেমোট ভোটারের সংখ্যা কতজনজানতে চাইলে তিনি জানান এখানে মোট ভোটারের সংখ্যা ৯ শতাধিক।তিনি এবার প্রার্থীহবেন কী না জানতে চাইলে জানান, এবারের নির্বাচনে তিনিকোন ভাইটাল পদে প্রার্থী হচ্ছেননা।তাৎক্ষণিক জোহর নামাজের
প্রাক্কালে অর্ধ্ব শতাধিক কর্মী সমর্থক নিয়ে সভাপতি পদের জন্য আবেদন পত্র জমা দিতে আসেন নরসিংদী শহরের খুব পরিচিত মুখ, হেভিওয়েট প্রার্থী, নরসিংদী সরকারি কলেজ এর পর পর ২ বারের নির্বাচিত সাবেক ভিপি ( নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদ)তুখোড় ছাত্রনেতা নাজিমুল আহসান চঞ্চল।
তিনি তার কর্মী সমর্থক নিয়ে নির্বাচন কমিটির সভাপতি আবদুস সোবহান,নির্বান কমিটির সদস্য মো: ওমর ফারুক এবং শাহাদতহো সেন ভুঁইয়ার নিকট আবেদন পত্র জমা দিতেদেখা গেছে।