দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার আইন উপদেষ্টা এডভোকেট কুতুব উদ্দিন চৌধুরী গতকাল ১৭ই ফেব্রুয়ারি, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন | লাল সবুজের দেশ পত্রিকা সহ দৈনিক জনতার দেশ পরিবার গভীর সুখ প্রকাশ করছে |
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত সহ তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি |
শোক জ্ঞাপনে-
সোহেল আহমেদ
সম্পাদক-প্রকাশক
দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগত
মো: মাহবুবুর রহমান খান খোকন
সম্পাদক- প্রকাশক
দৈনিক জনতার দেশ
বিশেষ প্রতিবেদক
দৈনিক লালসবুজের দেশ ও
ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগত।
দৈনিক লাল সবুজের দেশ
ও অপরাধ জগত।