মো: শেখ ফরিদ( লক্ষীপুর,প্রতিনিধি)
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবালের আত্মহত্যার ঘটনা প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার ৪ সাংবাদিককে ২ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৩ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন। লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ৪ সাংবাদিকের জামিন আবেদন না মঞ্জুর করে গত রোববার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন।
হুমকি ও আত্মহত্যার প্ররোচনা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ সাংবাদিকের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত সোমবার বিকেলে তাঁদের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে পুলিশ।
গত ২৭ অক্টোবর পাঁচতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মোস্তফা তারেক ইকবাল পাটওয়ারী (৪০) নামের ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেন। তিনি পল্লি সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় জুনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ইকবাল পাটওয়ারী লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে। এ ঘটনায় ওই রাতেই ব্যাংক কর্মকর্তার স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে রামগঞ্জ থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।
এতে ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, যায়যায়দিনের বেলায়েত হোসেন, সমকালের জাকির হোসেন ও মানবকণ্ঠের শাখাওয়াত হোসেনকে আসামি করা হয়। রাতেই তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ৪ জনই পত্রিকাগুলোর রামগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
৪ সাংবাদিকের আইনজীবী মো. খোরশেদ আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ আসামি পক্ষের জামিন আবেদন ও রাষ্ট্রপক্ষের রিমান্ডের আবেদন শুনানির দিন ধার্য ছিল। আদালত আসামিদের জামিন না মঞ্জুর করেছেন। অন্যদিকে রিমান্ডের আবেদনের না মঞ্জুর করে, প্রয়োজনে ২ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।
নিহত ব্যক্তির স্ত্রী শারমিন আক্তার জানান, পল্লি সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখার ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত চলছে। এ বিষয় নিয়ে বেশ কয়েকবার তাঁর স্বামীর সঙ্গে সাংবাদিকদের কথা হয়। ২৭ অক্টোবর দুপুরে সাংবাদিকেরা আবারও ব্যাংকের ওই শাখায় যান। ব্যাংকের ব্যবস্থাপক বিবি রাহিমা বেগম ট্রেনিংয়ে থাকায় দায়িত্বে ছিলেন ইকবাল। একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। ৪ সাংবাদিক সংবাদ প্রকাশ করার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন। সেদিনও দাবিকৃত টাকার জন্য চাপ দেন তাঁরা। একপর্যায়ে তাঁদের চাপ সইতে না পেরে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। সাংবাদিকদের হুমকির কারণে এ ঘটনা ঘটেছে
বলে নিহতের স্ত্রীর অভিযোগ।
তবে রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফারুক হোসেন গ্রেপ্তার ওই ৪ সাংবাদিকের বরাত দিয়ে জানান, বিষয়টি নিয়ে ৪ সাংবাদিকের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, ব্যাংকের ব্যবস্থাপকের কাছে তাঁরা অনিয়মের তথ্যের জন্য গিয়েছেন। ইকবাল পাটওয়ারীর সঙ্গে তাঁদের কোনো কথা হয়নি। হুমকি, টাকা দাবি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ সঠিক নয় বলে সাংবাদিক রা জানিয়েছেন। সুষ্ঠু তদন্তে আসল রহস্য
বেরিয়ে আসবে বলে তিনি জানান।