শিরোনাম :
বাউফলে মসজিদ থেকে গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার! দৈনিক জনতার দেশ মাল্টিমিডিয়ার সকল সাংবাদিক- প্রতিনিধির জন্য বিশেষ সতর্কবার্তা ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলিকেন্দুয়ায় গৌরীপুরের পিতা পুত্র দুই ভাষা সৈনিকের কবর প্রথমবারের শ্রদ্ধা নিবেদন করলেন ইউএনও বাংলা ভাষারে রক্ষা করেছিলেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসন ও জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি _________________ মো: আজিজুল হক যথাযথ মর্যাদায় একুশের প্রথম প্রহরে পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান। আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৫ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাত ১২.০১ মিনিটে জেলা স্টেডিয়াম সংলগ্ন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে জেলা পুলিশ সুপার, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ নরসিংদী জেলার সর্বস্তরের জনসাধারণ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন। নারায়ণগঞ্জে এনজিও কর্মকর্তা হত্যায় যুবকের যাবজ্জীবন কেন্দুয়াতে ( নেত্রকোণা) যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নরসিংদির সাবেক ডিসি ফারহানা কাওনাইন ওএসডি বাউফলে বিএনপি নেতার পদ পুনর্বহাল রাখার দাবীতে জনসভা।
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

রম্য কথন

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

সংগ্রহে ঃ জনতার দেশ এন্রটারটেইনমেন্ট:
ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছ?

চোর: না হুজুর। আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি!

ম্যাজিস্ট্রেট: তার মানে?

চোর: গতকাল মাঝরাতে একটা গান ভেসে এল…”আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে”।
ভাবলাম আমিই-বা বসে থাকি কেন? আমিও যাই, তাই বেড়িয়ে পড়লাম!

ম্যাজিস্ট্রেট: তারপর?

চোর: উদাস মনে হাঁটছি, হঠাৎ একটা বাড়ি থেকে আওয়াজ এল…”এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে”।
মনে হল আমাকেই ডাকছে। টুক করে ওই বাড়িতে ঢুকে পড়লাম।

ম্যাজিস্ট্রেট: বলো কি!

চোর: ঘরে ঢুকেই শুনলাম…”ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে”।
বেশ আনন্দ পেলাম। বুঝলাম, আমাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করব ভাবছি, তখন শুনতে পেলাম…”এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল”।
রবীন্দ্রনাথের আদেশ তো আর অমান্য করা যায় না! সব মালপত্র একজায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এল…”আজি দখিন দুয়ার খোলা”।
পেছনের দরজা দিয়ে যখন বেড়িয়ে পড়লাম তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরল। আমি কত বোঝাবার চেষ্টা করলাম, আমি চুরি করিনি, কেবলমাত্র রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি! ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনেনি, কোমরে দড়ি বেঁধে সোজা আপনার কাছে নিয়ে এসেছে।

ম্যাজিস্ট্রেট: ঠিক আছে, ঠিক আছে, তোমাকে ৩ বছরের কারাদণ্ড দিলাম। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন?

চোর: “এ পথে আমি যে গেছি বারেবার, ভুলিনিতো একদিনও।”

ম্যাজিস্ট্রেট: যখন জেলে থাকবে, তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে?

চোর: “ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে?”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসন ও জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি _________________ মো: আজিজুল হক যথাযথ মর্যাদায় একুশের প্রথম প্রহরে পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান। আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৫ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাত ১২.০১ মিনিটে জেলা স্টেডিয়াম সংলগ্ন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে জেলা পুলিশ সুপার, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ নরসিংদী জেলার সর্বস্তরের জনসাধারণ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।