শিরোনাম :
কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ লেন সড়কের দাবীতে মানববন্ধন। নরসিংদির বাবুর হাটে ব্যবসায়ী অরুন দেবনাথ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন নরসিংদী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নরসিংদী ডায়বেটিক হাসপাতাল সমিতির নির্বাচন ২০২৫ নির্বাচনে বিজয়ী হলেন যারা। _________________________ গৌরিপুরে ( ময়মনসিংহ) ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরিপুরে মাদক সহ শ্বশুর- জামাই গ্রেফতার জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায় ম্যাজিস্ট্রেট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ নরসিংদী ডিসি অফিসের কর্মচারীগণ সমন্বয়ক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি, কে এই রফিকুল ইসলাম রিফাত ওরফে ট্যারা রিফাত? তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ফেঁসে যেতে পারেন আড়াইহাজার থানার ওসি মো: এনায়েত হোসেন
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

মুফতি আব্দুল মালেক সাহেব বায়তুল মোকাররমের খতিব হয়েছেন।

Reporter Name / ১১৩ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি- আবদুল হালিম

 

মুফতি আব্দুল মালেক সাহেব বায়তুল মোকাররমের খতিব হয়েছেন। খুব আনন্দ হচ্ছে। এই প্রক্রিয়ার সঙ্গে ধর্ম উপদেষ্টাসহ যাঁরা যাঁরা যুক্ত ছিলেন সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

আমীমুল ইহসান মুজাদ্দেদী বরকতী রা: ও খতীব ওবায়দুল হক রা: এর যোগ্য উত্তরাধিকার পেয়েছে বায়তুল মোকাররমের মিম্বর। আশা করি বাংলাদেশের জাতীয় মিম্বর সত্যিকারের জাতির মিম্বর হয়ে উঠবে। বায়তুল মোকাররমের খুতবা অনুবাদ হবে বিদেশি ভাষায়। জ্ঞান পিপাসু ও ইসলাহ প্রত্যাশী মুসল্লিদের আগমণে আবার মুখরিত হবে বায়তুল মোকাররম। একটা সুন্দর সূচনা হবে বায়তুল মোকাররমকে কেন্দ্র করে। মানুষ সত্য ও সুন্দরের উচ্চারণ শুনতে পারবে।

মহান আল্লাহর দরবারে মুনাজাত করছি জাতীয় নেতৃত্বের সকল যোগ্যতা যেনো তিনি তাঁকে দান করেন। বহু দলে বিভক্ত ইলমী অঙ্গন বায়তুল মোকাররমকে কেন্দ্র করে একটা আত্মপরিচয়ের প্লাটফর্মে ফিরবে সেই স্বপ্নও দেখছি।

ব্যক্তিগতভাবে বাংলাদেশে যে কয়জন আলিমকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, যাঁদের থেকে শিখতে চেষ্টা করি তাদের মধ্যে মারকাযুদ দাওয়া আল ইসলামিয়াহর আমীনুত তালীম মুফতি আব্দুল মালেক সাহেব অন্যতম। তাঁর মধ্যে আমি একটা প্যাকেজ দেখি সবসময়ই। আশা করছি একদিন তিনি আমাদের ভেতরের সকল ক্লেদ পরিষ্কার করে আমাদের এক হতে নেক হতে উজ্জীবিত করবেন।

আরও মুনাজাত করি নিন্দুক ও ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র যেনো আল্লাহ পাক অঙ্কুরেই বিনাশ করে মুফতি সাহেবকে হেফাজত করেন। ফেসবুকের অর্বাচীন ও বাচকিনা পাবলিকদের বিষাক্ত জবান থেকে যেনো আল্লাহ তাঁকে হেফাজত করেন।

প্রতিজন মানুষের কর্মপন্থা ভিন্ন। প্রতিটি পদের আওয়াজ ভিন্ন। তাই আমরা ফেসবুকে আর বয়ানের মঞ্চে যা শুনে ও পড়ে অভ্যস্ত হযরত মিম্বরে হয়তো সেভাবে বলবেন না। কিন্তু আমাদের জবানকে হেফাজত করতে হবে তাঁর ব্যাপারে। একজন খতীব ওবায়দুল হক হতে সময় দিতে হবে।

বাংলাদেশের যে কোন রাজনৈতিক প্রেক্ষাপটই যেনো বায়তুল মোকাররমকে আর প্রভাবিত করতে না পারে সেই মুনাজাত নিরন্তর।

 

-মাওলানা কবি সাইফ সিরাজ দা.বা.

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, লেখক, শিক্ষক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category