স্টাফ রিপোর্টার!!
ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ বুধবার (০৫ মার্চ, ২০২৫) সকাল ১১.০০ ঘটিকায় জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, ভোলা মহোদয়ের সভাপতিত্বে ভোলা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে জানুয়ারি/২০২৫ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ভোলা।
কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়।
সভায় সদ্য প্রয়াত পুলিশ সদস্য কনস্টেবল/৬১৬ মোঃ নবীন হাওলাদারের স্মরণে সবাই দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।
পরবর্তীতে সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরে। পুলিশ সুপার মহোদয় তাদের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরষ্কার প্রদান করেন এবং পিআরএল গমণকারী একজন পুলিশ সদস্যকে উপহার সামগ্রী প্রদান করেন জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, ভোলা।
উক্ত কল্যান সভায় জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব মোঃ বাবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার, চরফ্যাশন সার্কেল সহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, আর- আই, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ জেলার পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।