।
মোঃ আশিকুর রহমান সবুজ
ভোলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ২২ মার্চ (শনিবার) ভোলা পৌর কিচেন মার্কেটের ছাঁদে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ ট্রুম্যান। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বশির হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মোঃ কবির হোসেন, ভোলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসিব আলম রবিন চৌধুরী এবং জিজেইউএস-এর চেয়ারম্যান জাবির হাসনাইন ডিকেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এবং সঞ্চালনা করেন জিজেইউএস-এর পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ মোস্তফা কামাল।
দোয়া ও ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন। কোরআন তেলাওয়াত করেন উপ-পরিচালক আহসানউল্লাহ।
অনুষ্ঠানে ভোলার বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জিজেইউএস প্রতি বছরই এই ধরনের ইফতার মাহফিলের আয়োজন করে থাকে।