শিরোনাম :
কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ লেন সড়কের দাবীতে মানববন্ধন। নরসিংদির বাবুর হাটে ব্যবসায়ী অরুন দেবনাথ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন নরসিংদী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নরসিংদী ডায়বেটিক হাসপাতাল সমিতির নির্বাচন ২০২৫ নির্বাচনে বিজয়ী হলেন যারা। _________________________ গৌরিপুরে ( ময়মনসিংহ) ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরিপুরে মাদক সহ শ্বশুর- জামাই গ্রেফতার জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায় ম্যাজিস্ট্রেট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ নরসিংদী ডিসি অফিসের কর্মচারীগণ সমন্বয়ক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি, কে এই রফিকুল ইসলাম রিফাত ওরফে ট্যারা রিফাত? তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ফেঁসে যেতে পারেন আড়াইহাজার থানার ওসি মো: এনায়েত হোসেন
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

ভোলার দৌলখান উপজেলায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক

Reporter Name / ৯৮ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মোঃ সবুজ স্টাফ রিপোর্টার ভোলা

ভোলার দৌলখান উপজেলায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (২৭ অক্টোবর) ভোর রাতে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটকের সময় তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও ৬টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্ততিতে বিষয়টি নিশ্চিত করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।

 

আটককৃতরা হলেন‌‌- মো. লোকমান হোসেন (৫০) ও তার ছেলে মো. হাসনাইন (২৩)। আটক বাবা-ছেলে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও স্থানীয়ভাবে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং তারা স্থানীয় চরপাতা ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের (মহিলা) মেম্বারের স্বামী ও ছেলে।

 

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কিছুদিন ধরে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা এলাকার মেঘনা নদী এবং আশপাশের চরে মো. লোকমান হোসেনের নেতৃত্বে একটি সন্ত্রাসীদল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল। ভুক্তভোগীরা কোস্ট গার্ডের কাছে সাহায্য চাইলে কোস্ট গার্ড ওইসব এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

 

এতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর ৪টা পর্যন্ত ভোলা বিসিজি বেইস ভোলা কর্তৃক স্টাফ অফিসারের নেতৃত্বে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দৌলতখান উপজেলার চরপাতা এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী মো. লোকমান হোসেন ও তার ছেলে মো. হাসনাইনকে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে জব্দকৃত অস্ত্রসহ আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category