শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি :
বিতরণ
নেত্রকোণা জেলার কেন্দুয়া পৌরসভায় দরিদ্র, হতদরিদ্র, প্রতিবন্ধী ও অসহায়দের জন্য মাহে রমজান উপলক্ষে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার সকাল থেকে পৌর ভবনে এ কার্যক্রম শুরু হয়, যা সারাদিনব্যাপী চলমান ছিল। সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হয়।
কেন্দুয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৩ হাজার ৮১ জন সুবিধাভোগীর প্রত্যেককে ১০ কেজি করে চাল বিনামূল্যে প্রদান করা হয়েছে। ইদকে সামনে রেখে এই সহায়তা সুবিধাভোগীদের জন্য স্বস্তির নিঃশ্বাস এনে দেয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সব ওয়ার্ডের চাল একসঙ্গে বিতরণ করায় পৌর ভবনে মানুষের উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই লাইনে দাঁড়িয়ে কষ্ট পোহালেও, সরকারের এই সহায়তা পেয়ে তাদের চোখে-মুখে স্বস্তির ছাপ ফুটে ওঠে। টেঙ্গুরী গ্রামের ষাটোর্ধ এক ভুক্তভোগী বলেন, “এই চাল পেয়ে আমার অনেক উপকার হয়েছে, যদিও লাইনে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হয়েছে।”
চাল বিতরণ কার্যক্রম তদারকিতে ছিলেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও ট্যাক অফিসার আলী আকবর, কেন্দুয়া পৌরসভার কোষাধ্যক্ষ মোঃ সেলিম মিয়া, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
কেন্দুয়া পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক ওয়াহিদ বলেন, “ভিজিএফ মূলত একটি মানবিক সহায়তা কর্মসূচি, যার মাধ্যমে সরকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে। সারাদিনব্যাপী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।”
সরকারের এই মানবিক সহায়তা ইদের আগে সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে, যা তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।