বিশেষ প্রতিনিধি নরসিংদী
গত ২৬-১০/২৪ রোজ শনিবার বেলা ১১.০০ঘটিকায় নরসিংদী জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ের এক প্রস্তাবে বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও নরসিংদী জেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণের উপস্থিতিতে ত্রি-বার্ষিক নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর পর দুটি প্যানেল হয় ১ম প্যানেলে সভাপতি পদপ্রার্থী জুলহাস সাধারণ সম্পাদক প্রার্থী আলতাফ হোসেন (জুলহাস আলতাফ পরিষদ) প্রতিদ্বন্দ্বীরা হলেন সভাপতি পদপ্রার্থী আলতাব হোসেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী খালিদ মাহমুদ (আলতাব খালিদ পরিষদ) নরসিংদী জেলা কার্যালয় চিনিশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দুপুর থেকে বিকেল পর্যন্ত শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলমান থাকে। সন্ধ্যায় ভোট গণনা কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করা হয়। উক্ত ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কেন্দ্রীয় কমিটির নির্বাহী সহ-সভাপতি-০২ মোঃ মাইন উদ্দিন, উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। পূর্ণাঙ্গ ফলাফলে আলতাব হোসেন সভাপতি প্রার্থী ৩০ভোট ও সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ ৩১ ভোটে আলতাব-খালিদ পরিষদ নির্বাচিত হয়। তাদের নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পেয়েছেন সভাপতি প্রার্থী জুলহাস উদ্দিন ২৯ ভোট সাধারণ সম্পাদক প্রার্থী আলতাফ হোসেন পেয়েছেন ২৮ ভোট। এরপর নবগঠিত বিজয়ী প্যানেল কে নরসিংদী জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।