লালমোহন প্রতিনিধি’-♦মুরাদ হোসাইন
‘বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা বাছাইকৃত কর্মীদের নিয়ে লালমোহন অডিটরিয়ামে আয়োজিত হয় কর্মী শিক্ষা শিবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস সুরার সদস্য,জনাব এ কে এম ফখরুদ্দিন খান রাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার আমীর জনাব মোঃ জাকির হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ হারুনুর রশিদ, জেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা আখতার উল্ল্যাহ,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা আমীর মহাদ্দিস মোঃ আব্দুল হক
সঞ্চলনা করেন লালমোহন উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব মাও,রুহুল আমিন।
এসময় লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে,
মাও এ কে এম ফখরুউদ্দীন
খান রাজি বলেন,
জামায়াত ইসলামী এদেশের নিয়মতান্ত্রিক ও শুসৃঙ্খল একটি রাজনৈতিক দল,
জামায়াতের কাছে এদেশের সাধারণ মানুষের আশা আঙ্খাংকা অনেক বেশী।
এজন্য জামায়াত কর্মীদের সমাজ কর্মী হিসেবে সাধারণ মানুষের সুখেদুঃখে পাশে দাঁড়াতে হবে।
আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী কে এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চাই।
তাই জামায়াত কর্মীদের এখন থেকে মাঠে ময়দানে আরো সক্রিয় ভাবে ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে,
জেলা জামায়াতের আমীর জনাব জাকির হোসাইন সাহেব বলেন,
এদেশের মানুষের আঙ্খাংকা পূরণে লালমোহনের প্রতিটি ঘরে ইসলাম এবং ইসলামি আন্দোলনের দূর্ঘ গড়ে তুলতে হবে।
এবং লালমোহনের মাটিতে জামায়াতের ঘাটি তৈরী করতে হবে।
লালমোহন প্রতিনিধি
‘মুরাদ হোসাইন