“তারুণ্যর ভাবনায় বাংলাদেশ” শীর্ষক কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত
________________________
মো: আজিজুল হক( স্টাফ রিপোর্টার,দৈনিক জনতার দেশ) এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে আগামীর তারুণ্যর বাংলাদেশ কেমন হবে শীর্ষক কর্মশালা অদ্য ১১-০২-২৫ রোজ মঙ্গলবার নরসিংদী পৌরসভার প্রশাসক মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে নরসিংদী পৌরসভার পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যর কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ হোসেন চৌধুরী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী, উপস্থিত ছিলেন অতি:জেলা প্রশাসক আবু তাহের মো:সামসুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুল হান্নান পুলিশ সুপার নরসিংদী, ডা:সৈয়দ আমিরুল হক শামীম সিভিল সার্জন নরসিংদী, আরো উপস্থিত ছিলেন নূরুল ইসলাম সভাপতি নরসিংদী প্রেসক্লাব,মো: মাহবুবুর রহমান খান সম্পাদক প্রকাশক,দৈনিক জনতার দেশ ও জনতার দেশ মাল্টিমিডিয়া, গোলাম মোহাম্মদ প্রকৌশলী নরসিংদী পৌরসভা। উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন থানা, উপজেলার নেতৃবৃন্দরা। শিক্ষার্থীরা আগামীর তারুণ্যের বাংলাদেশ গড়তে, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা সহ প্রত্যকটি মৌলিক অধিকারের প্রতি সুনজর রাখতে ও বাসযোগ্য নিরাপদ তারুণ্যর বাংলাদেশ গড়ে তুলতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।