♦ডেক্স রিপোর্ট( দৈনিক জনতার দেশ): বাংলা দেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি এবং তার অঙ্গ সংগঠনগুলো যথাযোগ্য মর্যাদায় সারাদেশে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে।এই দিনটিতে তারা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান এর দেশ প্রেম,রাজনৈতিক দূরদর্শিতা, মহান মুক্তিযুদ্ধে তার ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরে বক্তৃতা বিবৃতি দেয়ার পাশাপাশিদোয়া ও মোনাজাত করে তার বিদেহি আত্মার শান্তি কামনা করেন।রাজধানী ঢাকা শহরে বসবাসরত বিএনপি রাজনীতির আদর্শে উজ্জীবিত নেতা কর্মি গণ দিনটিতে শহীদ জিয়ার মাজারে সমবেত হয়ে ফাতিহা দোয়া দরুদ পাঠ করে মাজার জিয়ারত করেন।তারই অংশ হিসাবে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা জাতীয় ঐক্যের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এর মাজার জিয়ারত করতে দেখা গেছে বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদ
এমবিএ,এসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দদের।তাদের মধ্যে অন্যতম ব্যক্তি হলেন, এমবিএ,এসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি,আন্তর্জাতিক বিজনেস কর্পোরেট পার্সন,বিজনেস ডেভলপম্যান্ট থিওরি অব বাংলাদেশ এর সফল উদ্যোক্তা,বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা কেন্দুয়া,নেত্রকোণার কৃতিসন্তান ড. সৈয়দ আলমগীর চশমা পরিহিত ৩ জনের মাঝখানে)ম্যাব ও পেশাজীবী সমন্বয় পরিষদের অপর নেতা জনাব,নজরুল ইসলাম এবং শহিদুর রহমানকে।এখানে উল্লেখ্য যে,ড. সৈয়দ আলমগীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দুয়া – আটপাড়া ( নেত্রকোণা) সংসদীয় আসনে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপি থেকে একজন মনোনয়ন প্রত্যাশী।