ঈদুল ফিতরের শুভেচ্ছাবাণী:
ডেক্স রিপোর্ট ( জনতার দেশ)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৈনিক জনতার দেশ ও জনতার দেশ মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্ট এর সম্পাদক
মণ্ডলীর মাননীয় চেয়ার পার্সন এবং মিডিয়া দুটির একমাত্র Financial Supporter আন্তর্জাতিক নির্মাতা প্রতিষ্ঠান Reliance Construction groupএর সি.ই.ও এমডি.এ.এইচ ভুঁইয়া ( Amir Hossain Bhuiyan) সকল প্রতিনিধি, কলা কুশলী, পাঠক,শুভানুধ্যায়ী, সম্পাদনা পরিষদের অন্যান্য সদস্য সহ জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল কে জনতার দেশ পরিবারের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন,দীর্ঘ এক মাসের সংযম সাধনার শেষে আনন্দময় উৎসব ঈদুল ফিতর সমাগত। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন।
তিনি এক বার্তায় আরো বলেন, পবিত্র রমজান মিতাচার অনুশীলনের যে সুযোগ নিয়ে আসে, তার তুলনা হয় না। রোজা শুধু ইন্দ্রিয়ের কৃচ্ছ্রসাধনা নয়, আত্মিক বিশুদ্ধতা অর্জনেরও পথ দেখিয়ে দেয়। এক মাসের রোজার অবসানে তাই ঈদুল ফিতরের উৎসব কেবল ভোজনের মাধ্যমে ইন্দ্রিয়তৃপ্তির উৎসব নয়, বিশুদ্ধ আত্মা নিয়ে জীবনকে নতুন করে সাজানোর অঙ্গীকারেরও উৎসব। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে—এমনই প্রত্যাশা।
চেয়ারম্যান মহোদয় আরো বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি—মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ।
সবাইকে ঈদুল ফিতরের বর্ণালী শুভেচ্ছা। ঈদ মোবারক।