দেশের বরেণ্য অভিনেত্রী শিল্পী সরকার অপু সাদাকালো যুগে টিভি নাটকের প্রিয় মুখ ছিলেন। ‘এইসব দিনরাত্রি’ তে অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এখনও সমানতালে অভিনয় করছেন গুণী এ অভিনেত্রী। স্বামী অভিনেতা, নির্মাতা নরেশ ভূঁইয়া ও সন্তান ইয়াশ রোহানকে নিয়ে তার সুখের সংসার। ইতোমধ্যেই ইয়াশ রোহানও অভিনয় দিয়ে বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মা-ছেলে। যেখানে ইয়াশের বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন তার মা শিল্পী সরকার।
অভিনেত্রী বলেন, ‘এখন মানুষ বলে, ইয়াশের বিয়ে করা উচিত। তবে আমি মনে করি, তার যখন ইচ্ছে হবে তখনই বিয়ে করবে। ইচ্ছে না হলে করবে না। কারণ জীবনটা তার, এখানে আমি জোর করে কিছু চাপিয়ে দিতে চাই না।’