গাংনীতে বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার
গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।
আজ মঙ্গলবার গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে সুমন আলী নামের এক ব্যক্তির রান্না ঘরের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।সুমন আলী গাংনী উপজেলার কড়ুইগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং রায়পুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক।
বোমা সদৃশ দুটি বস্তু, কাফনের কাপড় ও চিরকুট এলাঙ্গী ক্যাম্পের এসআই রেজাউল হক উদ্ধার করেন।
সুমন আলী জানান, প্রায় ২ মাস বাহিরে ছিলাম। ১০ দিন আগে বাড়ি এসেছি।রাতের আঁধারে কে বা কারা এগুলো করেছে তা জানি না।এতে আমার পরিবারের সদস্যবৃন্দ আতঙ্কিত হয়ে আছে।
আমি রাইপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক।রাজনৈতিক পরিবেশের কারণে এটা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।গাংনী থানা পুলিশের এলাঙ্গী ক্যাম্প ইনচার্জ এস আই রেজাউল হক এই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুমনের রান্না ঘরের সামনে থেকে লাল টেপ দিয়ে জড়ানো দু’টি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট,উদ্ধার করা হয়।তবে কে বা কাহারা এটা রেখে গেছে তার কারণ জানা যায়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন।দলীয় কোন্দল ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাংনী থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।