শিরোনাম :
কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ লেন সড়কের দাবীতে মানববন্ধন। নরসিংদির বাবুর হাটে ব্যবসায়ী অরুন দেবনাথ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন নরসিংদী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নরসিংদী ডায়বেটিক হাসপাতাল সমিতির নির্বাচন ২০২৫ নির্বাচনে বিজয়ী হলেন যারা। _________________________ গৌরিপুরে ( ময়মনসিংহ) ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরিপুরে মাদক সহ শ্বশুর- জামাই গ্রেফতার জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায় ম্যাজিস্ট্রেট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ নরসিংদী ডিসি অফিসের কর্মচারীগণ সমন্বয়ক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি, কে এই রফিকুল ইসলাম রিফাত ওরফে ট্যারা রিফাত? তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ফেঁসে যেতে পারেন আড়াইহাজার থানার ওসি মো: এনায়েত হোসেন
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

কেন্দুয়ায় বি,এনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সৈয়দ আলমগীর এর জন্ম দিন পালিত।

Reporter Name / ১২৫ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

কেন্দুয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সৈয়দ আলমগীরের জন্মদিন উদযাপন।

শাহ আলী তৌফিক রিপন ( বিশেষ প্রতিনিধি,দৈনিক জনতার দেশ)

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ আলমগীরের জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দুয়া পৌরশহরের চিরাং মোড়ে অবস্থিত সৈয়দ আলমগীরের নিজ বাসভবনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও তরুণদের উদ্যোগে কেক কেটে এ বিশেষ দিনটি উদযাপন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজনু রহমান খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রিপন, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, পৌর ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলমসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপির তরুণ প্রজন্মের একটি বড় অংশও যোগ দেয়, যা এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

 

জন্মদিন উদযাপনের শেষ পর্বে সৈয়দ আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দলীয় নেতাকর্মীরা সৈয়দ আলমগীরের দীর্ঘ রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন এবং দেশ ও জনগণের জন্য তার অবদানের প্রশংসা করেন।

 

উল্লেখ্য, সৈয়দ আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির উচ্চ পর্যায়ে কর্মরত থেকে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখে আসছেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বরাবরই উচ্চ পর্যায়ের বলে মনে করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category