কেন্দুয়া ( নেত্রকোনা)সংবাদদাতা
নেত্রকোনা কেন্দুয়ায় টিসিবির তেল, চাউল, ঢাল বাড়িতে মজুত রাখায় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য উপজেলার পাইকুড়া ইউনিয়নের বি এন পির সভাপতি আবুল হাসেম ভূইয়া দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে কেন্দুয়া উপজেলা বি এন পির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুঁইয়া মজনুর স্বাক্ষরিত এক সংবাদ বিগ্ঙপ্তীতে এ তথ্য জানিয়েছেন। এতে আরও উল্লেখ করেন পাইকুড়া ইউনিয়ন বি এন পির সিনিয়র সহ সভাপতি আব্দুস সালামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
উপজেলা বি এন পির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়ার সাথে কথা হলে তিনি বলেন, দলের শৃঙ্খলা বিরোধী ও নীতি আদর্শের পরিপন্থী কাজ করায় আবুল হাসেম ভূইয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সেনাবাহিনী অভিযান চালিয়ে আবুল হাসেম ভূইয়ার বাড়ি থেকে টিসিবির ১৮০ কেজি চাউল,৭০ কেজি ডাল এবং ৭২ লিটার তেলসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পরবর্তীতে এই নেতার বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করে তাকে আদালতে হাজির করেন।
আদালতের নির্দেশে ওইনেতা জেল হাজতে রয়েছেন।