শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে কমলা রঙের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের পেমই তদন্ত কেন্দ্রের জিডি নং ১৯৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে মামুন (৩৫) এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৩)।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ইতোমধ্যে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় জনগণের সহায়তায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি। মাদকের ভয়াবহতা রোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন ওসি মিজানুর রহমান।