শাহ আলী তৌফিক রিপন ,বিশেষ প্রতিনিধি:
মো. বজলু মিয়া নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের দুঃখেরগাতি গ্রামের স্থায়ী বাসিন্দা। খুবই দরিদ্র প্রকৃতির মানুষ বজলু মিয়া। একখণ্ড বসতভিটে ছাড়া নিজের বলতে কিছুই নেই। কখনো রিক্সা, কখনো বা অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করে কোনভাবে দিনাতিপাত করেন। পরিবারে স্ত্রী, কন্যা ও একটা ছোট্ট ছেলে রয়েছে। বাস্তবে দেখা যায় দিনমজুরের সন্তানরাও মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষার্থী। সেই স্বপ্ন নিয়েই মেয়েকে কষ্ট করে পড়াচ্ছিলেন
জেলার কেন্দুয়া উপজেলার সবচেয়ে স্বনামধন্য বিদ্যাপীঠ কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে। কিন্তু কে জানতো দরিদ্র বজলু মিয়ার মনের ভেতরে সাজানো স্বপ্নগুলো নিমিষেই শেষ হয়ে যাবে। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) আসরের নামাজের ওয়াক্তের দিকে নিজগৃহের পাশের রান্নাঘরের বাঁশের ধর্নার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে বাবা মায়ের একমাত্র কন্যা ও কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী এই শিক্ষার্থী। তার এই মৃত্যুতে নিহতের পরিবার, সহপাঠী ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এই অকাল মৃত্যুর সংবাদটি কেউ-ই মেনে নিতে পারছেন না।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নিহত শিক্ষার্থী প্রতিদিনের মতো সেনের বাজার মোড় থেকে সকালের দিকে প্রাইভেট পড়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর নিজেদের দোকানে বসে থাকতে দেখে নিহতের মা কিছু বকাবকি করে মেয়েকে। নিহতের মা মেয়েকে চিৎকার চেচামেচি করে বাড়িতে গিয়ে গোসলের জন্য রাখা গরম পানিতে হাত দিলে হাত প্রচন্ড গরম হয়ে যাওয়ায় চিৎকার করলে মেয়েটি দোকান থেকে দৌড়ে মায়ের কাছে গেলে তার মা তাকে গালাগালি শুরু করে। বকাবকি মেনে নিতে না পেরে রাগ অভিমান বুকে চাপা দিয়ে অবুঝ মেয়েটি নিজগৃহের পাশে রান্না ঘরের ধর্নার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে নিহতের একমাত্র ছোট ভাই প্রথমে দেখে ডাক চিৎকার করিলে পরিবার ও অন্যান্য লোকজন মেয়েটিকে আদমপুর হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়েই হাসপাতালে দ্রুত ছুটে যান কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, এএসপি (কেন্দুয়া-আটপাড়া) সার্কেল গোলাম মোস্তফা, ওসি তদন্ত ওমর কাইয়ূম।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান মুঠোফোনে জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।পরিবারের বাবা মায়ের বকাবকির অভিমান থেকে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে কোন লিখিত অভিযোগ এখনো পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।