বিশেষ প্রতিবেদক:(শাহ আলী তৌফিক রিপন)
সারাদেশের মতো কেন্দুয়া উপজেলায়ও বৃহস্পতিবার (১০ এপ্রিল) ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন কেন্দ্রে মিলিয়ে মোট ৩৬৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন অনুপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পরীক্ষাটি সুষ্ঠু, নকলমুক্ত ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে কেন্দুয়া উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছে। প্রতিটি কেন্দ্রেই ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় কেন্দুয়া উপজেলার ৩৬৩০ জন শিক্ষার্থী ১০টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করছে।