কেন্দুয়া ( নেত্রকোনা) সংবাদদাতা
গত মঙ্গলবার বিকেলে নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসা অবস্থায় উপজেলা বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুর রহমান মৃত্যু বরণ করেন।( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) জানাজার নামাজ আজ বুধবার বিকালে নয়াদিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান মৌঃ হারুন অর রশিদ ফারুকী, সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক খান, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওছার আহমেদ, সাবেক বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক,ইউনিয়ন পরিষদের সদস্যগন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মরহুম ফজলুর রহমান মৃত্যু কালে স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব রেখে যায়ন।
জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয় ।
আবুল কাশেম আকন্দ
সংবাদদাতা
কেন্দু
য়া নেত্রকোনা