উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জীবন আকবর গ্রেফতার।
হুমায়ুন কবির
গাংনী, মেহেরপুর প্রতি নিধি।
সন্ত্রাস বিরোধী আইন মামলার আসামি মেহেরপুর জেলার গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জীবন আকবর কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
আজ গাংনী থানা পুলিশের একটি টিম তার নিজ বাড়ি শিশিরপাড়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জীবন আকবর গাংনী পৌরসভার ২ নং ওয়ার্ডের শিশিরপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলার এজাহার নামীয় ৩ নম্বর আসামি। গাংনী থানার
ওসি বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের ৩০ জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায় গাংনী উপজেলা পরিষদ চত্তরে মোমবাতি প্রজ্জলন করতে যায়। এসময় ছাত্র লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের জুলফিকার আলির ছেলে রেজানুল হক ইমন বাদী হয়ে ছাত্র লীগ নেতা তন্ময়কে ১ গাংনী উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব ২ নং গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জীবন আকবরকে ৩ নম্বর করে ৩৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামিদের মধ্যে গাংনী পৌরসভার সাবেক (মেয়র)আহম্মেদ আলী, আশরাফুল ইসলাম,বামন্দী ইউনিয়ন চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল,
রাইপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, ছাত্র লীগের গাংনী উপজেলা শাখার সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক,
গ্রেফতারকৃত আসামি জীবন আকবরকে আদালতে নেয়ার প্রস্তুতি চলছে।