শিরোনাম :
অনুষ্ঠিত হলো শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নব কমিটির অভিষেক অনুষ্ঠান কলাপাড়ায় গরু  চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর।। বাউফলে সড়কে কেড়ে নিলো এক কৃষি কর্মকর্তার তাজা প্রাণ!  ধানদী কামিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপন! নিম্নচাপের প্রভাবে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, বৃষ্টি ও শীতে জনজীবনে চরম ভোগান্তি কলাপাড়ায় মুচলেকায় ক্ষমা পেলেন তিন এস,এস,সি পরীক্ষার্থী।। রায়পুরা পূর্বাঞ্চল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বগুড়া ৬ আসনের সাবেক এমপি রাগেবুল আহসান রিপু গ্রেফতার কমলনগরে মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ, নিরাপত্তাহীনতায় পরিবার। কেন্দুয়ায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

“অবশেষে স্বস্তি ফিরে পেল বাউফলবাসী” সমালোচিত ইউএনও’র’বদলি!

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

 

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি :

অবশেষে পটুয়াখালীর বাউফলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বশির গাজীকে বদলি করা হয়েছে।

বুধবার রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। বরিশাল বিভাগীয় কমিশনের কার্যালয়ের এক প্রজ্ঞাপনে ইউএনওকে বদলি করা হয়েছে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দুই দফায় ঢাকার বিভাগীয় কমিশনের কার্যালয় ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনের কার্যালয়ে বশির গাজীকে ন্যস্ত করা হলেও অদৃশ্য কারণে সেই আদেশ স্থগিত হয়েছিলো।

 

সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা একটি সংবাদ সম্মেলনে বশির গাজীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ১৩ দফা দাবি উপস্থাপন করেন তারা। এছাড়াও বাজার মনিটরিং না করা, বাজার ঘাটের চাঁদাবাজি বন্ধে নিরভ ভূমিকা পালন করা, আদালত ও মাউশি আদেশ অমান্য করা, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বাধা দেয়া, জেলেদের চাল বিতরণে নৈরাজ্য, বারবার আশ্বাস দিয়েও সরকারি পাঠাগারের কার্যক্রম শুরু না করাসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে।

 

৫ ‘আগস্ট সরকার পতনের পরে মাউশি ও আদালতের আদেশ অমান্য করে অবৈধ প্রধান শিক্ষককে পদে বহাল রাখা, আদালতের আদেশের অপেক্ষা না করে সেচ্ছাসেবক লীগ নেতাকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদান, সাংবাদিকদের অনুসন্ধানে বাধাগ্রস্ত করা, পত্রিকার বিজ্ঞাপন দখলের গুজব ছড়িয়ে সাংবাদিক মহলে অস্থিরতা সৃষ্টি, অর্থের বিনিময়ে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব বন্টন, শিক্ষকদের বিল সাক্ষরে ঘুষ গ্রহণ করাসহ নানা ধরনের সমালোচিত কার্মকান্ডে জড়িয়ে পড়েন ইউএনও বশির গাজী৷ আদালত থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।

 

বাউফল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মুনতাসীর তাসরিফ বলেন, ‘অবশেষে তার বদলি হওয়ায় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তার মতো দুর্নীতিগ্রস্থ নির্বাহী অফিসার বাউফলে কখনো আসেনি। কর্তৃপক্ষের অবহেলায় স্কুল ছাত্র নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করতে তিনি সরাসরি আমাকে ফোন দিয়ে বাধা দিয়েছিলেন।’

 

আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম রাজা বলেন, ‘মাউশির দুই দফা তদন্তে আমার প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ অবৈধ প্রমাণিত হওয়ায় তার নিয়োগ বাতিলের নির্দেশ দেয়া হয় স্কুল সভাপতি ইউএনও বশির গাজীকে। মাউশির নির্দেশের পক্ষে চেম্বার আদালতের রায়ের বিষয়টিও ইউএনওকে জানায় মাউশি। কিন্তু তিনি মাউশি ও আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করে স্কুলের প্রধানকে দায়িত্ব পালনে সহযোগিতা করেন। প্রতিবাদ করলে একদিন বাসায় ডেকে আমাকে বাড়াবাড়ি করলে চাকরিচ্যুত করার হুমকিও দেন তিনি।’

 

বাউফল রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন বলেন, গত ৭ তারিখের ৯’টি সরকারি কাজে বিজ্ঞাপন, পছন্দের ব্যক্তিদের দেয়ার জন্য প্রকৃত বিজ্ঞাপন প্রাপ্ত সাংবাদিকদের কাছে তিনি বিজ্ঞাপন দখলের গুজব ছড়ায়। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

 

একাধিকবার যোগাযোগ করা হলেও অভিযোগ প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজি হননি সদ্য বিদায়ী ইউএনও মো. বশির গাজী।

 

উল্লেখ্য, ৩৫ বিসিএস এর অফিসার মো. বশির গাজী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ সেসনের শিক্ষার্থী। ছাত্রজীবনে তিনি অমর একুশে হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন৷ আওয়ামী লীগ নেতাদের কাছে বশির গাজী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ###

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category