কেন্দুয়া (নেত্রকোণা) থেকে এ কাশেম আকন্দ
নেত্রকোণার কেন্দুয়ায় পৈত্রিক সম্পত্তি দখল পেতে দ্বারে দ্বারে ঘুরছেন ইউসুফ আব্দুল্লাহ। এঘটনাটি উপজেলার গড়াডোবা ইউপির ভরাপাড়া গ্রামে ঘটেছে। ইউসুফ আব্দুল্লাহ ভরাপাড়া গ্রামের মৃত ফজলুল তালুকদারের ছেলে। গতকাল মঙ্গলবার কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে দেখা হলে
ভুক্তভোগী ইউসুফ আব্দুল্লাহ জানান, আমার বাপচাচা চার জনের নামে ভরাপাড়া মৌজায় বিআরএস মূলে খতিয়ান নং-২৩ ও ৩৫৫ নং দাগে ১৫ শতক ভূমি লিপিবদ্ধ হয়েছে এবং আমাদের ভোগদখলে ছিল। সম্প্রতি আমার বাবা আরেক চাচার অংশ ক্রয় করে ১৫ শতকের অর্ধেক ৭.৫ ভুমি মালিক হয়। আমরা পরিবারের সকল সদস্যই শহরে অবস্থান করার সুযোগে অপর এক চাচার অংশীদারগণ পুরো ১৫ শতাংশ ভূমি একই গ্রামের আশরাফুল হকের কাছে বিক্রি করে দেন। বিষয়টি জানার পর আজ থেকে প্রায় ২ বছর ধরে কয়েকবার দেন দরবার ও বিভিন্ন দপ্তরে ঘুরেও আমার পৈত্রিক জমিতে দখলে যেতে পারছি না। বর্তমান আমাদের এই জমির ওপর একটি কিন্ডারগার্টেন স্কুল নির্মাণ করে দখল করে রেখেছে কথিত ক্রেতা আশরাফুল হক। বিভিন্নজন আর অফিসপাড়ায় ঘুরতে ঘুরতে তিনি ক্লান্ত হয়ে পড়ছেন বলেও জানায় ইউসুফ। এবিষয়ে কথা হলে আশরাফুল হক জানান,আমি যার কাছ থেকে ক্রয় করেছি ছোট বেলা থেকেই দেখে আসছি তাদের দখলে এই জমি। আমি কেনার অনেক দিন পর ইউসুফ সাহেব তাদের জমির মালিকানা দাবী করছেন। তিনি যদি আইনগত ভাবে পায় তাহলে আমি জমি ছেড়ে দেব। ইউসুফ আব্দুল্লাহ তাকে নিয়ে নানান অপপ্রচার চালিয়ে সামাজিক ভাবে হেয় করছে বলেও অভিযোগ তুলেন। তিনি তাঁর এসব অপপ্রচারে নিন্দা জানান।
আবুল কাশেম আকন্দ
কেন্দুয়া নেত্রকোনা