শাহ আলী তৌফিক রিপন
বিশেষ প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় আলিফ (১৩) নামের এক প্রতিবন্ধী কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সান্দিকোনা-রেন্ট্রিতলা সড়কের ডাউকি ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ ডাউকি গ্রামের বাসিন্দা সুবজ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশা আলিফকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত আলিফকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই রাতের দিকে তার মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আলিফের পরিবারে। এলাকাবাসীও শোকাহত।
সান্দিকোনা ইউনিয়নের বিট অফিসার এসআই শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা সড়কে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব।”
এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।