শিরোনাম :
অনুষ্ঠিত হলো শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নব কমিটির অভিষেক অনুষ্ঠান কলাপাড়ায় গরু  চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর।। বাউফলে সড়কে কেড়ে নিলো এক কৃষি কর্মকর্তার তাজা প্রাণ!  ধানদী কামিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপন! নিম্নচাপের প্রভাবে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, বৃষ্টি ও শীতে জনজীবনে চরম ভোগান্তি কলাপাড়ায় মুচলেকায় ক্ষমা পেলেন তিন এস,এস,সি পরীক্ষার্থী।। রায়পুরা পূর্বাঞ্চল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বগুড়া ৬ আসনের সাবেক এমপি রাগেবুল আহসান রিপু গ্রেফতার কমলনগরে মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ, নিরাপত্তাহীনতায় পরিবার। কেন্দুয়ায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

বর্ণাঢ্য শোভাযাত্রায় কেন্দুয়াতে সমবায় দিবস উদযাপিত।

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

কেন্দুয়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন

 

শাহ আলী তৌফিক রিপন ,

বিশেষ প্রতিনিধি,দৈনিক জনতার দেশ।

 

“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২ অক্টোবর) কেন্দুয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে পতাকা উত্তোলন ও র‍্যালির পর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সাংবাদিক জিয়াউর রহমান জীবনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমবায় আন্দোলনের অগ্রপথিক কুমিল্লার আক্তার হামিদের নাম উল্লেখ করে বলেন, “আক্তার হামিদ বুঝতে পেরেছিলেন, একের লাঠি দশের বোঝা। এরপরই গড়ে ওঠে সমবায় সমিতি, যা মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

 

তিনি আরো বলেন, “সমস্যা আমাদের অর্থনৈতিক নয়, বরং সুষম বণ্টনের। সমবায়ের মাধ্যমে সরকারের তৈরি করা প্ল্যাটফর্মে সবাই ইতিবাচক পরিবর্তন আনতে পারে।” নামসর্বস্ব সমবায় সংগঠন করে কোনো লাভ নেই বলেও তিনি সতর্ক করেন।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ারুল হক ভূঞা এবং কেন্দুয়া প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মোঃ সেকুল ইসলাম খান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন আল ফাত্তাহ ইসলামি ভোগ্যপণ্য সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাদেক আহমেদ, ফুটন্ত কলি ইসলামি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শাজাহান শেখ, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, বিভিন্ন সমবায় সমিতির উদ্যোক্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

আলোচনা শেষে সমবায় সমিতির উন্নয়ন ও তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category